নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ির হাসপাতালে চিকিত্সাধীন অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও অবনতি। আরও একটি হার্টঅ্যাটাকের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চিকিত্সকরা। আগামিকাল সন্ধে ৮টা ৫ মিনিটের দার্জিলিং মেলে কলকাতায় নিয়ে আসার আনার চেষ্টা চলছে। সেটাও কতটা সম্ভব তা নিয়ে দ্বিধাগ্রস্ত চিকিৎসকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হৃদরোগে আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ওই হাসপাতালের সিসিইউ-র ৬ নম্বর বেডে চিকিত্সাধীন অশোকবাবু। জানা গিয়েছে, গতকাল রাত থেকে অসুস্থ বোধ করছিলেন অশোক ভট্টাচার্য। আজ সকাল থেকেই বুকে ব্যাথা অনুভব করেন। বাড়িতেই আসেন পারিবারিক ডাক্তার। করা হয় ইসিজি। পারিবারিক ডাক্তারের পরামর্শ তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর এনজিওগ্রাম করা হয়। ধরে পড়ে হৃদযন্ত্রে ব্লকেজ।



আগামিকাল তাঁকে নিয়ে আসা হবে কলকাতায়। অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তাঁকে বিমান বা সড়কপথের পরিবর্তে ট্রেনে করে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।


আরও পড়ুন- বছর ঘোরার আগেই ভেঙে পড়ল ২১ লাখ টাকায় তৈরি 'কন্যাশ্রী সেতু'