`ভুল করেছি`, নানুরে দল ছেড়ে তৃণমূলে বিজেপির ২০০ কর্মী-সমর্থক
তৃণমূলের তরফে অভিজিৎ সিংহ বলেন, মানুষ নিজের ভালো বুঝছে। তাই তৃণমূলে ফিরছে
নিজস্ব প্রতিবেদন: গতকাল কেতুগ্রামের পর আজ নানুর। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নানুর বিধানসভা এলাকায় প্রায় ২০০ বিজেপি কর্মী-সমর্থক। এদের হাতে ছিল, 'বিজেপি করে করেছি ভুল, এবার আমরা তৃণমূল' লেখা পোস্টার।
আরও পড়ুন- বাংলার হিংসা নিয়ে PM Modi-কে নালিশ Suvendu-র, আশীর্বাদ ও উৎসাহদান মোদীর
বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বহু বিজেপি কর্মী-সমর্থক। আজ ওইসব বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম(Birbhum) জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। এছাড়াও, এদিন এই অনুষ্ঠানে ছিলেন নানুরের(Nanur) বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও অনান্য ব্লক নেতৃত্ব।
তৃণমূলের তরফে অভিজিৎ সিংহ বলেন, মানুষ নিজের ভালো বুঝছে। তাই তৃণমূলে ফিরছে। আমরা দেখে শুনে তাদের ফিরিয়ে নিচ্ছি। আজ যারা যোগদান করেছে তারা সকলেই কীর্ণাহারের শ্রমজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
আরও পড়ুন- ‘মোদীকে সরানোই আমাদের লক্ষ্য’, কৃষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে হুঁশিয়ারি Mamata-র
উল্লেখ্য, গতকালই লাভপুরের বিপ্রুটিকুড়ি গ্রামে বিজেপি কর্মীদের মাইক বাজিয়ে টোটো নিয়ে ঘুরে মানুষের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। এমনকি, তারা তৃণমূলে যোগদানেরও ইচ্ছা প্রকাশ করে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)