বাংলার হিংসা নিয়ে PM Modi-কে নালিশ Suvendu-র, আশীর্বাদ ও উৎসাহদান মোদীর

প্রধানমন্ত্রী (PM Modi) তাঁকে আশীর্বাদ ও উপদেশ দিয়েছেন বলে জানান শুভেন্দু (Suvendu Adhikari)। 

Updated By: Jun 9, 2021, 04:28 PM IST
বাংলার হিংসা নিয়ে PM Modi-কে নালিশ Suvendu-র, আশীর্বাদ ও উৎসাহদান মোদীর

নিজস্ব প্রতিবেদন: অমিত শাহ, জেপি নাড্ডার পর আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মিনিট ৪৫ কথা হয়েছে দুজনের। বেরিয়ে এসে শুভেন্দু (Suvendu Adhikari) জানান,''মাননীয় প্রধাননমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পৃথিবীর শক্তিশালী যশস্বী প্রধানমন্ত্রী সাক্ষাতের সুযোগ গিয়েছেন।'' 

প্রধানমন্ত্রী তাঁকে আশীর্বাদ ও উপদেশ দিয়েছেন বলে জানান শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন,''ওঁর বিরাট অভিজ্ঞতা। আমাকে উৎসাহিত করেছেন। বাংলার সংস্কৃতি মেনে দায়িত্বশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে বলেছেন উনি। বিরোধী দল হিসেবে মানুষের প্রত্যাশা পূরণ করব। গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করতে আমাকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী।''

প্রধানমন্ত্রীর কাছে এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি জানান, প্রথমত প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়েছি। বাংলার হিংসা নিয়েও বলেছি। আউশগ্রামে ত্রিপল নিয়ে জঙ্গলে বাস করছে ২৬টি পরিবার। এ কোন সভ্য দেশে আছি! ২৫ জন মহিলাকে ধর্ষণ করেছে তৃণমূলের গুন্ডারা। অধিকাংশ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা।

আরও পড়ুন- রাজ্যে ৩৫৬-র চেয়ে খারাপ অবস্থা: Suvendu; ক্ষমতা থাকলে করে নিক, পাল্টা Abhishek-র
 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.