বারাসতে ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত যুবক
নিজস্ব প্রতিবেদন: ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত যুবক। বারাসতের ঘটনা। আহত প্রতিবাদীর নাম কৃষ্ণ সাহা। মারের চোটে ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর দুটি চোখই।
প্রথাবহির্ভূতভাবে এই প্রথম ভগিনী নিবেদিতাকে স্মরণ করছে রামকৃষ্ণ মঠ ও মিশন
জানা গিয়েছে, রবিবার রাতে একটি কালী পুজো মণ্ডপের সামনে ইভটিজিং করছিল ৪ মদ্যপ যুবক। প্রতিবাদ করেন ক্লাবের সদস্য কৃষ্ণ। পুলিসের হাতে তুলে দেন ওই যুবকদের। অভিযোগ, ছাড়া পেয়েই সোমবার দলবল নিয়ে প্রতিবাদী যুবকের বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। শ্যাম গুরুং নামে এক যুবকের নেতৃত্বে শুরু হয় মার ধর। এই শ্যাম গুরুং বারাসত TMCP নেতা হিসেবে পরিচিত। মারের হাত থেকে রেহাই পাননি যুবকের বাবা ও দাদাও। অভিযুক্তরা আদিবাসী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে পুলিস।