নিজস্ব প্রতিবেদন: বিজেপির বুথ সভাপতিকে তুলে নিয়ে গিয়ে রাতভর অত্যাচারের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গড়বেতায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




হাবু মুর্মু নামে ওই বুথ সভাপতিকে সোমবাহর সকালে এলাকারই একটি মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 
রবিবার সকাল থেকেই বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের প্রচারে দেওয়াল লিখছিলেন হাবু। দুপুরে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন। অভিযোগ, সেখান থেকে ফেরার পথেই কয়েকজন দুষ্কৃীত তাঁকে তুলে নিয়ে যায়। 


মৃত্যুর ভান করে খুনের হাত থেকে বাঁচলেন গৃহবধূ
রাতভর তাঁর ওপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। তাঁর শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে ক্ষত তৈরি করা হয়। সোমবার ভোরে এলাকারই মাঠে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সকালে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। 
এই ঘটনার পিছনে তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরাই রয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও তৃণমূল পাল্টা বিজেপির গোষ্ঠী কোন্দলের দিকেই আঙুল তুলছে।