ওয়েব ডেস্ক: তৃণমূলের অঞ্চল যুব সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় আবিরুদ্দিন সরকার নামে ওই নেতাকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল হাসপাতালে। তৃণমূলের অভিযোগ, হামলার পিছনে হাত রয়েছে সিপিএমের। গতরাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইটাহার থানার পারে গ্রামে।  রাতে বাড়ির সামনেই আবিরুদ্দিনের ওপর হামলা হয়। রড ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ উঠেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কোচবিহারে একাধিক জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ


বাঁ হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে তৃণমূল নেতার। তাঁকে উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হতে থাকায়, পরে তাঁকে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।


আরও পড়ুন  ২৪ ঘণ্টার খবরের জের, রায়গঞ্জ জেলা হাসপাতালের ঘটনা খতিয়ে দেখার আশ্বাস