নিজস্ব প্রতিবেদন : কাশীপুরের বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে বলে তোপ দাগলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। নিজের শপথ নিয়েও হালকা মেজাজে জবাব দিলেন তিনি। শুক্রবার নিজের পুরনো সাংসদ এলাকা পান্ডবেশ্বরে এসে ফুরফুরে মেজাজেই ছিলেন বাবুল। যোগ দেন একটি ধার্মিক অনুষ্ঠানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইসিএলের শোনপুর বাজারি খোলা মুখ খনি সম্প্রসারণের জন্যে শোনপুর গ্রামের মানুষদের নতুন শোনপুর গ্রামে স্থানান্তর করে ইসিএল। পুরনো শোনপুর গ্রামে প্রাচীন ৮টি মন্দির ছিল। নতুন শোনপুর গ্রামে সেই ৮টি মন্দিরও গড়ে দিয়েছে ইসিএল। সেই মন্দিরগুলিতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার জন্যে ৭ দিন ধরে নতুন শোনপুর গ্রামে নানান ধর্মীয় অনুষ্ঠান চলছে। এদিন তাতেই অংশ নেন বাবুল সুপ্রিয়। বাবুলের সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। 


ধার্মিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পরই কাশীপুরে বিজেপি নেতার রহস‍্যমৃত্যু নিয়ে বাবুল বিজেপিকে তোপ দাগেন। বলেন, "ময়নাতদন্ত আটকে ঘরের মধ্যে দেহ নিয়ে নোংরা রাজনীতি করেছে বিজেপি। সকাল সাড়ে ৭টা থেকে এইভাবে ময়নাতদন্ত আটকে রেখে বিজেপির কোনও কার্যসিদ্ধি হবে না। যেটা সত্যি ঘটনা সেটি সামনে আসুক। পুলিসের কাজে বাধা দেওয়া ঠিক নয়। পরিকল্পিতভাবে মৃতদেহ ঘরের মধ্যে আটকে রেখে পুলিসকে যেতে না দেওয়া, এটা সভ্য সমাজে হওয়া উচিৎ নয়।" 


পাশাপাশি, নিজের শপথগ্রহণ নিয়ে জটিলতা প্রসঙ্গে তিনি হালকা সুরে বলেন,"রিজার্ভেশন পাক্কা, প্ল্যাটফর্মে চলে এসেছি, ঝালমুড়ি খাচ্ছি। ট্রেন এলেই চেপে পড়ব।" পরে তিনি আরও বলেন,"বিজেপির হয়ে দু' গোল দিলে তৃণমূলের হয়ে এবার সাত গোল দেব। ছয় বিধায়ক ও এক সাংসদ মিলে এবার ব্যাপক উন্নয়ন হবে জেলার।" 


আরও পড়ুন, Amit Shah Demands CBI In Arjun Chourasia Death: 'অর্জুনের খুন রাজনৈতিক হত্যা,' কাশীপুরে দাঁড়িয়ে CBI তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)