নিজস্ব প্রতিবেদন: ফাটল নয়, এবার রানওয়ে মেরামতের (Runway Repairing) সিদ্ধান্ত নিল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (AAI)। এপ্রিলে ফের পরিষেবা বন্ধ থাকবে বাগডোগরা এয়ারপোর্টে (Bagdogra Airport)। কতদিন? ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরবঙ্গে বাগডোগরা ছাড়া আর কোনও বিমানবন্দর নেই। শিলিগুড়ি লাগোয়া এই বিমানবন্দরে প্রতিদিন ৩৬টি বিমান ওঠানামা করে। আর যাত্রী সংখ্যা? গড়ে আট হাজার। এখন আবার পর্যটনের মরশুম। ফলে যাত্রীদের ভিড় আরও বেশি।



আরও পড়ুন:  TMC কাউন্সিলরের 'ভুল' জাতীয় সঙ্গীত! অবমাননার অভিযোগ দায়ের করলেন সৌমেন্দু


ব্যবধান মাত্র কয়েকদিনের। চলতি মাসে ২ দিন বিমান ওঠা-নামা বন্ধ হয়ে গিয়েছিল বাগডোগরা বিমানবন্দরে। শুধু তাই নয়, বদল করতে হয়েছিল উড়ানের সূচিও। ফলে বিমানবন্দরে আটকে পড়েছিলেন বহু যাত্রী। হোটেলের খোঁজে শিলিগুড়িতে চলে এসেছিলেন অনেকেই।


আরও পড়ুন: Asansol By-poll: 'মারের বদলা মার,' অগ্নিমিত্রার ৯ সেকেন্ডের 'হুমকি'! কমিশনে অভিযোগ তৃণমূলের


কেন এমন বিপত্তি? ১৫ মার্চ সকালে মাত্র দুটি বিমান নামার পরই বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দেয়। এরপরই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া বিমান চলাচল। সাত ঘণ্টার পর স্বাভাবিক হয় পরিষেবা। এরপর ২২ মার্চ ফের একই ঘটনা ঘটে। সেদিন সকালে মাঝারি বৃষ্টির পর প্রথমে জল জমে যায় রানওয়েতে। এর ঘণ্টা খানেক পর ফাটল দেখা দেয়। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)