শ্রীকান্ত ঠাকুর : বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে ছিল পড়তে যাওয়ার নাম করে। তারপর দুপুরের দিকে হঠাৎই বাবার ফোনে মেসেজ, "জীবন বিসর্জন দিতে যাচ্ছি। আমার ব্যাগ ও মোবাইল হনুমান মন্দির থেকে তুলে নিয়ো।"  তারপর থেকেই আর কোনও খোঁজ নেই তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া ছাত্রীর। নিখোঁজ ছাত্রীর খোঁজে শুক্রবার সকাল থেকে বালুরঘাট থানার পুলিস তল্লাশি শুরু করেছে বালুরঘাটের আত্রেয়ী নদীতে। যদিও এখনও কোনও খোঁজ মেলেনি ওই ছাত্রীর। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। তার কিছু পরই বাড়িতে বাবার মোবাইলে মেসেজ পাঠায়, "আমি আমার জীবন আর রাখব না। আমি আমার জীবন বিসর্জন দিতে যাচ্ছি। বালুরঘাটের হনুমান মন্দির থেকে ব্যাগ ও মোবাইল নিয়ে নিয়ো।"  এখন বালুরঘাট শহরের আত্রেয়ী ব্রিজের কাছেই একটি হনুমান মন্দির রয়েছে। আর তার পাশ দিয়েই বয়ে গিয়েছে আত্রেয়ী নদী। এখন হনুমান মন্দিরে ওই ছাত্রী ব্যাগ ও মোবাইল রেখে গেলেও, তার কোনও খোঁজ পাওয়া যায়নি। ফলে ব্যাগ-মোবাইল মন্দিরে রেখে সে আদৌ আত্রেয়ী নদীর জলে ঝাঁপ দিয়েছে কি না, তাও এখনও নিশ্চিত নয়। উদ্ধার হয়েছে তার ব্যাগ, মোবাইল। আর তার পাঠানো মেসেজের সূত্রে ধরে শুরু হয়েছে সম্ভাব্য সব জায়গায় খোঁজ। 


বৃহস্পতিবার দুপুর থেকেই ওই ছাত্রী নিখোঁজ। পরিবারের লোকেরা এই ঘটনায় বালুঘাট থানার দারস্থ হন। এদিন সকাল থেকে পুলিস ওই ছাত্রীর খোঁজে আত্রেয়ী নদীতে তল্লাশি চালাতে শুরু করেছে। যদিও ওই ছাত্রী নদীতে ঝাঁপ দিয়েছে কি না বা অন্য কোথাও গিয়েছে কি না, সেটাও এখনও স্পষ্ট করে জানা যায়নি। সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বালুঘাট থানার পুলিস। নিখোঁজ ওই ছাত্রীর বাড়ি তপন ব্লকের করদহে। বালুরঘাট কোএড কলেজের পড়ুয়া হওয়ায় পড়াশোনার জন্য মামার বাড়িতে থেকেই পড়াশোনা চালাচ্ছিল সে। এখন কী কারণে সে নিখোঁজ হয়ে গেল, তা বুঝতে পারছে না পরিবার। ধোঁয়াশায় ওই ছাত্রীর পরিবার। হাতড়ে বেড়াচ্ছে কারণ। এদিকে ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়ে রয়েছে বলেও জানিয়েছে পরিবার।


আরও পড়ুন, Bankura: স্বল্পবসনা মহিলার সঙ্গে তৃণমূল নেতার উদ্দাম নাচ! তরজায় সৌমিত্র-সুজাতা



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)