Bangladesh Unrest: শ্যামদাস প্রভুর পরে চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশে গ্রেফতার আরও এক ইসকন-সন্ন্যাসী
Bangladesh Arrest ISKCON Monk: বাংলাদেশে গ্রেফতার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এরপর তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার আরো দুই সন্ন্যাসী। গোটা ঘটনায় উত্তাল বাংলাদেশ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে গ্রেফতার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এরপর তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার আরও দুই সন্ন্যাসী। গোটা ঘটনায় উত্তাল বাংলাদেশ। অন্য দেশেও এর প্রতিবাদ হচ্ছে। আজ, রবিবার ইসকনের পক্ষ থেকে বিকেলে একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। ১৫০টি দেশের ভক্তেরা এতে সামিল হবেন। তার আগে কলকাতা ইসকন অফিসে অনুষ্ঠানে সামিল হয়েছেন সন্ন্যাসীরা। খোল করতাল বাজিয়ে নৃত্যের তালে তালে গান গাইছেন তাঁরা।
আরও পড়ুন: Bengal Weather Update: সপ্তাহশেষে পারাপতনের ইঙ্গিত! ফেনজালকে জালবন্দি করে এবার কি প্রবল হবে শীত?
চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর বাংলাদেশের চট্টগ্রামে গ্রেফতার হন আরও এক সন্ন্যাসী। কী কারণে ওই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিসের তরফে এখনও বলা হয়নি। তবে জানা গিয়েছে, শ্যামদাস প্রভু নামে ওই সন্ন্যাসী জেলে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
সূত্রের খবর, শ্যামদাস প্রভু জেলে চিন্ময়কৃষ্ণ দাসের জন্য প্রসাদ নিয়ে গিয়েছিলেন। ওই সন্ন্যাসীকে গ্রেফতারে কোনও পরোয়ানা চট্টগ্রাম পুলিসের হাতে ছিল না। গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন কলকাতায় ইস্কনের মুখপাত্র ও ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি লিখেছেন, আজ আরও এক সন্ন্যাসী শ্যামদাস প্রভুকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিস।
উল্লেখ্য, দেশদ্রোহের অভিযোগ চট্টগ্রামে গ্রেফতার করা হয়েছে ইস্কনের প্রাক্তন সদস্য চিন্ময়কৃষ্ণ দাসকে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার অপমান ও প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে ভারত ও বাংলাদেশে উত্তেজনা বাড়ছে।
চিন্ময়কৃষ্ণের গ্রেফতারের পর কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। গ্রেফতারের ঘটনার পরপরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং শাসকদল বিজেপি।
আরও পড়ুন: Potato Supply: মঙ্গলবার থেকেই আর পাতে পড়বে না আলু? আত্মারাম খাঁচাছাড়া বাঙালির...
এখন প্রশ্ন হল, কে এই চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী? আর কেনই-বা তাঁকে গ্রেফতার হতে হল কিংবা গ্রেফতারের পরই-বা কেন চারদিকে এত আলোচনা-সমালোচনা তৈরি হল? চিন্ময়কৃষ্ণ দাসের আসল নাম চন্দনকুমার ধর। গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতা অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি। তাঁর দাবি, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া 'নিপীড়নের' বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ। তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে।