Bengal Weather Update: সপ্তাহশেষে পারাপতনের ইঙ্গিত! ফেনজালকে জালবন্দি করে এবার কি প্রবল হবে শীত?

Bengal Winter Update: রবিবারও উপকূল ও সংলগ্ন চার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত শীতের আমেজে কিছুটা বাধা। উপকূল ও উপকূল-সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রাও।

Updated By: Dec 1, 2024, 09:53 AM IST
Bengal Weather Update: সপ্তাহশেষে পারাপতনের ইঙ্গিত! ফেনজালকে জালবন্দি করে এবার কি প্রবল হবে শীত?

অয়ন ঘোষাল: সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি।

সিস্টেম

স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ফেনজাল। অতি গভীর নিম্নচাপ রূপে পশ্চিম দিকে এগোচ্ছে এটি। উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল এলাকায় এর অবস্থান। 

দক্ষিণবঙ্গ

আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা চার জেলায়। আজ, রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এখনও স্বাভাবিকের উপরেই সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী ৪/৫ দিনে দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা উপকূল ও সংলগ্ন-জেলাগুলিতে অনেকটাই নেমে গিয়েছে। দু-এক জেলার কিছু এলাকায় কোল্ড পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানেও আগামী দু-তিন দিনে কিছুটা বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে আবার পারা পতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলায়।

 উত্তরবঙ্গ

সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। দু-এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষে, উইকেন্ডে নতুন করে তাপমাত্রা নামতে পারে। নতুন করে শীতের স্পেলের ইঙ্গিত আবহাওয়া দফতরে। 

কলকাতা 

আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন। সামান্য কমল রাতের তাপমাত্রা। এখনও স্বাভাবিকের উপরেই পারদ। মেঘলা আকাশ বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ৭ ডিগ্রি নীচে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার ইঙ্গিত।

কলকাতার তাপমান

আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯১ শতাংশ। 

ভিনরাজ্য

ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তামিলনাড়ু ,পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। এই রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি অন্ধপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক ইয়ানাম রায়লসীমাতে। ভারী বৃষ্টি কেরল মাহে এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তর প্রদেশের কিছু এলাকায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.