শিশু পাচারকাণ্ডের তদন্তভার নিয়ে বাঁকুড়ায় সিআইডির টিম, জেরা করা হতে পারে ৩ অভিযুক্তকে
সিআইডি-র তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারেন শিশু পাচার কান্ডে পুলিস হেফাজতে থাকা অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া সহ ৩ অভিযুক্তকে
নিজস্ব প্রতিবেদন: শিশু পাচার কান্ডের ঘটনায় তদন্তের ভার নিয়ে আজ বাঁকুড়ায় পৌঁছাল সিআইডি-র পাঁচ সদস্যের এক দল। তদন্তকারী দলে রয়েছেন ২ মহিলা অফিসার।
আরও পড়ুন-'Modi-র বিরুদ্ধে তদন্ত হোক, Amit Shah পদত্যাগ করুন', Pegasus কাণ্ডে দাবি Rahul-এর
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ তদন্তকারী দলটি বাঁকুড়া সদর থানায় পৌঁছায়। প্রথমে বাঁকুড়া সদর থানার আইসি-র সঙ্গে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন তদন্তকারীরা। পরে তদন্তের প্রয়োজনে তদন্তকারী দলটি স্থানীয় জওহর নবোদয় বিদ্যালয়ে যেতে পারে।
আরও পড়ুন-টার্গেট ২০২৪-এর লোকসভা ভোট, জেলার সংগঠন সাজাতে নয়া কৌশল তৃণমূলের
সিআইডি-র তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারেন শিশু পাচার কান্ডে পুলিস হেফাজতে থাকা অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া সহ ৩ অভিযুক্তকে। আগামিকালই পুলিস হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে ওই তিন অভিযুক্তর। সেক্ষেত্রে আগামিকাল ওই তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিআইডি।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)