Bankura News: দলীয় কর্মীদের দিয়ে গাড়ি ভাংচুর! তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে
Subhash Sarkar: সুভাষ সরকারের পাল্টা দাবি, তৃণমূলই তাঁর উপর হামলা চালানোর ছক কষেছে। প্রকাশ্যে এমন মন্তব্য করে আসলে দলের কর্মীদেরই উসকে দিল তৃণমূল, দাবি সুভাষ সরকারের। বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের উপর হামলার ঘটনা নতুন নয়।
মৃত্যুঞ্জয় দাস: নিজের দলের কর্মীদের দিয়ে গাড়ি ভেঙে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে দলের কর্মীদের সতর্ক করল তৃণমূল। আক্রমণের ছক কষছে তৃণমূলই পাল্টা অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। নির্বাচনের মুখে দলের কর্মীদের দিয়ে নিজের গাড়ি ভেঙে তার দায় তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এ নিয়ে বিজেপির কার্যালয়ে বৈঠকও করেছেন সুভাষ সরকার। প্রকাশ্য সভামঞ্চ থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে দলের কর্মীদের সতর্ক করল তৃণমূল।
আরও পড়ুন, Bengal Weather Today: দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, ক্রমশ বাড়বে তাপমাত্রা
সুভাষ সরকারের পাল্টা দাবি, তৃণমূলই তাঁর উপর হামলা চালানোর ছক কষেছে। প্রকাশ্যে এমন মন্তব্য করে আসলে দলের কর্মীদেরই উসকে দিল তৃণমূল, দাবি সুভাষ সরকারের। বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের উপর হামলার ঘটনা নতুন নয়। ২০১৯ এর লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হয়েছে তাঁকে। নির্বাচনে জয়ী হওয়ার পরেও সুভাষ সরকারের গাড়ির উপর হামলার ঘটনা ঘটেছিল বাঁকুড়ার পাতালখুরি এলাকায়। প্রতি ক্ষেত্রেই হামলার অভিযোগ উঠেছিল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে।
এবার লোকসভা নির্বাচনের মুখে আগেভাগেই তৃণমূল নেতাদের মুখে শোনা গেল সতর্কবাণী। বৃহস্পতিবার বিকালে ইন্দপুরে তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে উঠে তালডাংরার বিধায়ক তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরুপ চক্রবর্তী প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ আনেন সুভাষ সরকারের বিরুদ্ধে। তাঁর দাবি, সুভাষ সরকার লোকসভা নির্বাচনের আগে নিজের দলের কর্মীদের দিয়ে হামলা চালিয়ে নিজের গাড়ি ভাংচুর করিয়ে তার দায় তৃণমূলের ঘাড়ে চাপানোর নির্দেশ দিয়েছেন।
পরে অরুপ চক্রবর্তীর দাবি, গত বুধবার বিজেপির জেলা কার্যালয়ে গোপন বৈঠক করে দলের কর্মীদের এই নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। মূলত নির্বাচনের আগে প্রচারের আলোতে আসতে এই ধরনের নাটক করার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। এই ধরনের কোনও ঘটনা ঘটলে যাতে তৃণমূলের কেউ তাতে জড়িয়ে না পড়েন সেজন্য দলের কর্মীদের উদ্যেশ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সুভাষ সরকার এরকম কোনও বৈঠক বা ষড়যন্ত্রের কথা উড়িয়ে দিয়েছেন। তাঁর সাফ অভিযোগ, এই ধরনের বক্তব্য রেখে আসলে তৃণমূল তাদের দলের কর্মীদের ঘুরিয়ে হামলার নির্দেশ দিয়ে রাখল।
আরও পড়ুন, Birbhum: স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে গণধর্ষণ, অভিযোগ TMC- বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)