নিজস্ব প্রতিবেদন: ওজন বাড়ছে অনুব্রতর। তবে শরীরের নয়, বীরভূমের ডাকসাইটে জেলা সভাপতির সাংগঠনিক দায়িত্ব বাড়ছে এবার।  দলীয় সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে এবার আসন্ন লোকসভা নির্বাচনে অন্য জেলাতেও দায়িত্ব পাচ্ছেন তিনি। অনুব্রতর ভোকাল টনিক আর দুরন্ত গতির ওপরই ভরসা দলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিতর্কিত তবু জনপ্রিয়। মন্ত্রী, সাংসদ না হয়েও তিনি গোটা রাজ্যের ঘাসফুল শিবিরের অন্যতম হট চয়েস। মূলত বিজেপির বিরুদ্ধে একের পর এক বাউন্সার দিতে জুড়ি নেই অনুব্রতর।  বীরভূমে গেরুয়া শিবির চেষ্টার কসুর করছে না। জেলায় রয়েছে দলীয় সমস্যাও। তা সত্ত্বেও অনুব্রতর ফরমুলাতেই বাজিমাত। কেষ্টর  দাপটে বাঘে গরুতে একঘাটেই জল খাচ্ছে।


আরও পড়ুন: ফেসবুকে স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, থানায় ডেকে যুবককে বেধড়ক মার জেলাশাসকের


কেরামতির নাম কেষ্ট !


ইতিমধ্যেই পূর্ব, পশ্চিম বর্ধমানে ডাক পড়েছে অনুব্রতর। মঙ্গলকোটের দলীয় সমস্যা ভোকাল টনিকেই মেটাচ্ছেন তিনি। এবার আরও দায়িত্ব তৃণমূলের পিকে ব্যানার্জির ।  


বিশাল শরীর। একইরকম দাপট রাজনীতিতেও। অতীতে আর কোনও জেলা সভাপতির এত রমরমা, মনে করতে পারছেন না অনেকেই। লোকসভার আগে আরও দায়িত্ব তাঁর চওড়া কাঁধে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার নদিয়াতেও অনুব্রত ফরমুলা কাজে লাগাতে চাইছে শীর্ষ নেতৃত্ব। আগামী সপ্তাহে নদিয়ার  সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা । সূত্রের খবর, জেলার অনেকেই চাইছেন অনুব্রত ম্যাজিক কাজ করুক এখানেও। স্টেট বলে ছয় মেরে বিরোধীদের মাঠের বাইরে পাঠাচ্ছেন  অনুব্রত।


 


আরও পড়ুন: সরিয়ে দেওয়ার হলে সরিয়ে দিন’, স্বামীর পাশে দাঁড়িয়ে ফের ফেসবুকে পোস্ট আলিপুরদুয়ারের জেলাশাসকের স্ত্রীর


গুড় বাতাসা,পাচন, কীর্তন অথবা উন্নয়নের দাঁড়িয়ে থাকা।সমালোচনা করলেও অনুব্রতর তুবড়ি শুনতে মুখিয়ে বিরোধীরাও। এটাকেই কাজে লাগাতে চায় দল।   আসলে  অনুব্রত মণ্ডলের  ওজন বেড়েই চলেছে ।