নিজস্ব প্রতিবেদন: এএসআইয়ের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। শেষপর্যন্ত থানায় গেলেন মহিলা হোমগার্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্থায়ী হোমগার্ড হিসেবে দক্ষিণেশ্বর ফাঁড়িতে কাজে যোগ দিয়েছিলেন এক মহিলা। কিন্তু কাজ শুরু পর থেকেই শুরু হয়ে যায় উত্যক্ত করা। এমনটাই অভিযোগ দক্ষিণেশ্বর ফাঁড়ির এএসআই সৌমিত্র চৌধুরীর বিরুদ্ধে।


আরও পড়ুন-Afghanistan Crisis: ত্রস্ত কাবুল, একের পর এক রকেট হামলা, কালো ধোঁয়ায় ঢাকল শহর


ওই মহিলার দাবি, দিনের পর দিন কুপ্রস্তাব দিতেন ওই এএসআই। বেড়তে যেতে বলতেন। রাতবিরেতে অনলাইনে ভিডিয়ো কল করে কুত্সিত অঙ্গভঙ্গী করতেন। শুধু তাই নয়, এসব বাইরে বললে চাকরিতে সমস্যা হবে বলেও হুমকি দিতেন। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে টানা এরকম কাণ্ডে নার্ভের অসুখ হয়ে যায় আমার।


আরও পড়ুন- Afghanistan: মান্যতা না দিলে ফের ৯/১১ হবে! Taliban নিয়ে পাকিস্তানের কড়া হুমকি


শেষপর্যন্ত বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা হোমগার্ড। এনিয়ে বেলঘড়িয়া থানার তরফে জানা গিয়েছে, এনিয়ে তদন্ত হবে। অন্যদিকে, সৌমিত্র চৌধুরী বলেন, থানায় অভিযোগের ব্যাপারে কিছু জানি না। তবে যেসব অভিযোগ হচ্ছে তাতে আমি জড়িত নই। অফিস থেকেও আমাকে কিছু বলা হয়নি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)