রাজ্যের বর্তমান পরিস্থিতি নির্বাচনের পক্ষে অনুকুল নয়, অমিত শাহর কাছে দরবার করবে বিজেপি
সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, যেভাবে তৃণমূল রাজ্য চালাচ্ছে তাতে রাজ্যে জঙ্গিদের বাড়বাড়ন্ত দিনে দিনে বাড়ছে
নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের আগে ও পুজোর পরে বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে জানাবে রাজ্য বিজেপি। দিল্লিতে দিলীপ ঘোষের বাসভবনে দলের কোর কমিটির বৈঠকে এমনটাই ঠিক হয়েছে। পাশাপাশি, রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ ও জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়েও অমিত শাহকে অবগত করা হবে।
আরও পড়ুন-আড়াই ঘণ্টার মধ্যে শেষ করতে হবে পরীক্ষা, UGC-র নির্দেশ মেনে সিদ্ধান্ত বদল কলকাতা বিশ্ববিদ্যালয়ের
সোমবার থেকে বিজেপির দুদিনের কোর কমিটির বৈঠক বসেছে দিল্লিতে। উদ্দেশ্য হল আগামী বিধানসভা নির্বাচনে কীভাবে লড়বে দল। বুধবার রাজ্যে ১৮ সাংসদদের সঙ্গেও দলের নির্বাচনী পরিকল্পনা নিয়ে কথা হবে কোর কমিটির নেতাদের। আজকের বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, মুকুল রায় ও রাহুল সিনহা।
আরও পড়ুন-এত দিন হাত পা বাঁধা ছিল কৃষকদের, মুক্ত করল মোদী সরকার!
এদিন সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, যেভাবে তৃণমূল রাজ্য চালাচ্ছে তাতে রাজ্যে জঙ্গিদের বাড়বাড়ন্ত দিনে দিনে বাড়ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা আগেই বলেছিলেন, পশ্চিমবঙ্গ জামাতের আঁতুরঘর হয়ে উঠেছে। সেটাই এখন দেখা যাচ্ছে। এই সরকারের আমলে রাজ্য সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ বাংলায় গণতন্ত্র নেই। গোটা পরিস্থিতি বিচার করে কী পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করতেই এই বৈঠকে বসেছে বিজেপি।