নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্প থেকে দেশের ৫০ কোটি মানুষ উপকৃত হয়েছেন। ১ কোটি মানুষ অস্ত্রোপচারের সুযোগ পেয়েছেন। সেই প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ভার্চুয়াল পশ্চিমবঙ্গ যাত্রা-য় এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ। সাংবাদিক সম্মেলন করে পাল্টা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিত Vs  অমিত


অর্থনীতি থেকে স্বাস্থ্যবিমা। পরিযায়ী শ্রমিকদের টাকা থেকে পাবলিক টয়লেট, একের পর এক মিথ্যে বলছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে এভাবেই পাল্টা আক্রমণ করলেন অমিত মিত্র। রাজ্যের অর্থমন্ত্রী বলেন-


# ওরা আামাদের নকল করে। ২০১৬ সালে আয়ুষ্মান ভারত নামে এটি স্বাস্থ্য প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। দেড় কোটি পরিবার পাবেন ৫ লাখ টাকা। তার দেড় বছর পর আয়ুষ্মান ভারত-এর নাম শোনা গেল।


# অমিত শাহ বলেছেন আমরা আয়ুষ্মান ভারত নিইনি। কিন্তু রাজ্যের ৭.৫ কোটি মানুষ এখন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পায়। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিলে কেন্দ্রকে টাকা দিতে হতো। বিনা পয়সায় দিক না! নেব!


# অসত্য কথা বললেন উনি। বললেন ১০ কোটি টয়লেট  হয়েছে। সত্যিটা কী?  মাত্রা ১ কোটি টয়লেট তৈরি হয়েছে।


# ৪.০৯ কোটি মানুষ তারা আমাদের সরকারের উদ্যোহে খাদ্যশষ্য পাচ্ছেন। এসব বললেন না ।


আরও পড়ুন-'কাটা ঘায়ে নুনের ছিটে... করোনা এক্সপ্রেস-ই হবে আপনার প্রস্থান পথ', হুঁশিয়ারি অমিতের  


# উনি বিদুত্ নিয়ে বলেছেন। অনেক কাজ করেছেন। ২০১১ থেকে দিয়েছে ৫৮০০ কোটি। আর রাজ্য দিয়েছে ২৭০০০ কোটি টাকা ।আমি চ্যালেঞ্জ  করতে চাই ।


# পরিযায়ী শ্রমিকদের কত টাকা ক্যাশ দিয়েছে কেন্দ্র! জিরো।  শুধু খাবারের জন্য কিছু দিয়েছে।


# ভয়ঙ্কর কীসব করেছেন অর্থনীতিতে। সব মিথ্যা। সেই নোটবন্দি থেকে শুরু।


# মানুষকে ভুল বোঝাচ্ছে। বেকারি কোথায় চলে গেছে! ২৩ শতাংশেরও  বেশি ।


# ৫৩ হাজার কোটি বকেয়া দেয়নি কেন্দ্র। একটা কথাও বললেন না। GST-র টাকা দিচ্ছে না। ১১০০০ কোটি devolution  কেড়ে নিলেন ।


# আমার প্রশ্ন, এক হাজার কোটি দিলেন, বাকি আমাদের পাওনা কবে দেবেন ?


# নকল মিথ্যা আর বেশ কিছু জিনিস না বলা । এই হচ্ছে ওনার কথা।


আরও পড়ুন-দেশ বিরোধীদের আক্রমণ করলে ব্লক করে দেওয়া হয় ট্যুইটার অ্যাকাউন্ট, অভিযোগ পায়েলের 


অন্যদিকে, দীনেশ ত্রিবেদী অমিত শাহের বক্তব্য নিয়ে বলেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি রাজনীতি করছেন এই সময়! শোভা দেয় না ।এটা মানায় না , আপনার উচিত ছিল মমতাদিকে ফোন করে কাজ করা ।আসুন, একসাথে কাজ করুন। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা করুন। রাজনীতির সময় অনেক রয়েছে।