রাজ্যে বিজেপি কর্মীদের খুন করছে মমতার পুলিস, মারাত্মক অভিযোগ বিজয়বর্গীয়র
বিজয়বর্গীয় আরও বলেন, গত ১৫ দিনে রাজ্যে দশ বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন
নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
রাজ্যে একের পর এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বিজেপি। রবিবার নদিয়ার গয়েশপুরে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় তৃণমূলকেই নিশানা করেছে রাজ্য বিজেপি। এরকম এক পরিস্থিতিতে রবিবার কলকাতা বিমানবন্দরে কৈলাস বিজয়বর্গীয় বলেন, রাজ্যে বিজেপির প্রভাব বাড়ায় ভয় বাড়ছে রাজ্য সরকারের। তাই বিজেপি কর্মীদের খুন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস।
আরও পড়ুন-''বিজেপিতে আসুন, স্বাগত!'' শুভেন্দু অধিকারীকে খোলামেলা প্রস্তাব সৌমিত্র খাঁর
বিজয়বর্গীয় আরও বলেন, গত ১৫ দিনে রাজ্যে দশ বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন। পুলিসি হেফাজতে মৃত্যু হয়েছে দুজনের। পূর্ব মেদিনীপুরে মদন ঘড়ুই নামে এক বিজেপি কর্মীর দেহ আজও পাওয়া গেল না। এমন সরকার আগে কখনও দেখা যায়নি। এরা আদালতের কথাও শোনে না।
উল্লেখ্য,গত ২ সেপ্টেম্বর পুলিসি হেফাজতে মৃত্যু হয় উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা ২৩ বছরের অনুপ রায়ের। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মী হওয়ায় হেফাজতে তাকে পিটিয়ে মেরেছে পুলিস। ওই ঘটনায় অনুপের দেহ ইতিমধ্যেই ২ বার ময়নাতদন্ত হয়েছে। গত ২১ অক্টোবর ফের ময়না তদন্তের আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই ময়না তদন্ত করার দাবিতে গত ২৮ অক্টোবর গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
অন্যদিকে, ভাইপোর বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভিযোগে অগাস্ট মাসে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মদন ঘড়ুই নামে এক জনকে গ্রেফতার করে পুলিস। বিজেপির দাবি, ১৩ অক্টোবর তার মৃত্যু হয় পুলিস হেফাজতেই। অন্যদিকে, পুলিসের বক্তব্য, জেল হেফাজতে ছিলেন মদন ঘড়ুই। এই দুই ঘটনা নিয়ে এখন ময়দানে রাজ্য বিজেপি।
আরও পড়ুন-করোনা আবহে বিক্রি তলানিতে, এর উপর বাজি বন্ধের মামলার খবর পেয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা
রবিবার নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মী বিজয় শীলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। এবারও গোটা ঘটনায় বিজেপির নিশানায় তৃণমূল। যদিও সেই অভিযোগ খারিজ করেছে ঘাসফুল শিবির। ওই ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা কল্যাণী বন্ধের ডাক দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। জানা গিয়েছে, এলাকায় রান্নার গ্যাস সরবরাহের কাজ করতেন বিজয় শীল। বয়স ৩৮। গেরুয়া শিবিরের দাবি বিজয় তাদেরই কর্মী। সবমিলিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিজেপি শিবির।