অয়ন ঘোষাল: অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা রয়েছে দক্ষিণের কিছু জেলায়। দক্ষিণবঙ্গে আজ দুপুরের মধ্যে সার্বিকভাবে ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলায় লু পরিস্থিতি তৈরি হবে। উপকূল ও সংলগ্ন জেলায় গরম ও অস্বস্তি থাকবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতায় ৪১ ডিগ্রি পেরোলো তাপমাত্রা। বৃহস্পতিবার তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি, শুক্রবার ৩৯.৭ ডিগ্রি এবং শনিবার ৪১.১ ডিগ্রি।


কলকাতায় এপ্রিলে একটানা চল্লিশের উপরে পারদ এখনও রেকর্ড নয়। ২০১৯ সালে একটানা সর্বোচ্চ তিন দিন ৪০-এর উপরে তাপমাত্রা ছিল কলকাতায়। এর আগে ২০১৪ সালে একটানা ৫ দিন ছিল এই তাপমাত্রা।


আরও পড়ুন: Birbhum Shocker: ঝাড়খণ্ডে ভয়ংকর দুর্ঘটনা, আশঙ্কাজনক বিশ্বভারতীর অধ্যাপক, মৃত্যু স্ত্রী-মেয়ের


কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে রয়েছে। বেলা বাড়লে জেলাগুলিতে তপ্ত লু বইবার আশঙ্কা রয়েছে।


উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। দু-এক পশলা বৃষ্টি হলেও দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ সামান্য বাড়বে তাপমাত্রা।


উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় হবে মডারেট বা মৃদু তাপপ্রবাহ।


আরও পড়ুন: Darjeeling: দিনে ১৬, রাতে ৮, আরামে গা ভাসিয়ে পাহাড়ের রানী দার্জিলিংয়ে পর্যটকদের সুনামি


রবিবার, মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। আজ রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। মঙ্গল ও বুধবার এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় ও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


পরিসংখ্যান


কলকাতায় কাল দিনের তাপমাত্রা ৪১.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি বেশি। অর্থাৎ মডারেট বা মৃদু তাপপ্রবাহ কলকাতায়। কাল রাতের তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯২ থেকে ২৭ শতাংশ। আজ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতায় লু বইবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)