দক্ষিণবঙ্গ অনেক দিন ধরেই তপ্ত কড়াই। গত ৭ দিনে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। স্কুলে গরমের ছুটি। মন বলছে পালাই পালাই। কিন্তু পাহাড়ে ভোট।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
2/5
পরিবার নিয়ে, শিশু নিয়ে, বয়স্ক সদস্যদের নিয়ে ভোটের বাজারে যাওয়া কি ঠিক হবে? দ্বিধাগ্রস্ত ছিল সমতলের বাঙালি।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
photos
TRENDING NOW
3/5
ভোট শেষ। এবার বাঙালিকে পায় কে? উত্তরবঙ্গের ট্রেন হাউসফুল। বিমানে ভাড়ার ওপর সার্চ চার্জ বসে গেছে। মাছি গলার ঠাঁই নেই ভলভো বাসে। কারণ পাহাড় উন্মুখ বাঙালি পাহাড়ে আসছে। আজ সকাল থেকেই পাহাড়ে কার্যত উপচে পড়ছে পর্যটক।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
4/5
যে ভোটের কথা মাথায় রেখে বাঙালি দোনামোনা করছিল, তার আঁচই পাননি ইতিমধ্যেই পাহাড়ে পাড়ি দেওয়া পর্যটকরা। এখানে যে শুক্রবার ভোট ছিল, তা কখন শুরু হল, কখনই বা শেষ হল, কাকপক্ষীও টের পায়নি বলে দাবি পর্যটকদের।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
5/5
এই রাজ্য তো বটেই, প্রতিবেশী রাজ্য ত্রিপুরা তেও তাপমাত্রার পারদ হুহু করে চড়ছে। সেখান থেকে ভোটের পরের দিন সকাল সকাল দার্জিলিং ঢুকে পড়েছেন বেশ কিছু পর্যটক।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল