Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা! কমতে পারে দৃশ্যমানতা, ভূমিধসেরও আশঙ্কা...
Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ; বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
অয়ন ঘোষাল: পাকাপাকি বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে। সাম্প্রতিক কালের মধ্যে ২৮ জুন বেশ ভারী বৃষ্টি হয়েছে কলকাতা ও সন্নিহিত অঞ্চলে। তবে বৃষ্টি নিয়ে, আবহাওয়া নিয়ে প্রতিদিনই নানা আপডেট থাকে। যেমন আজ, শনিবার বিকেলের ওয়েদার আপডেট বলছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে আর দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস শনিবার বিকেলে আবহাওয়ার বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি সিস্টেম, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, কলকাতা, এবং ভিন রাজ্যের আবহাওয়া নিয়ে আলোকপাত করেন। দেন তাপমাত্রার পরিসংখ্যানও।
সিস্টেম
পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই রেখা উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত চলে গিয়েছে।
দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, অন্য দিকে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টিও চলবে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। সোম অথবা মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপরের দিকের চার-পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ বীরভূম নদিয়া ও পূর্ব-পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে
আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং উত্তর মালদা ও দক্ষিণ দিনাজপুরে।
প্লাবন ও ধস
প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা-তোর্সা জলঢাকা সংকোশের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নিচু এলাকার শস্য ও সবজি চাষেরও ক্ষতি হতে পারে।
কলকাতায়
আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিকেল বা সন্ধে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
তাপমাত্রার পরিসংখ্যান
কলকাতা শহরে আজ শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন: Bengal Weather: বৃষ্টি কমে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, কবে থেকে ফের বাড়বে দুর্যোগ?
ভিন রাজ্যে
আগামী কয়েকদিন গুজরাত রাজস্থান পঞ্জাব চণ্ডীগড় হরিয়ানাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে। সিকিম এবং বিহারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণ ভারতের কেরালা অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।