নিজস্ব প্রতিবেদন:  ফের বেপরোয়া গতির বলি। পিক আপ ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটির কাঁকড়শোল এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ছাত্র ভর্তি নিয়ে বিক্ষোভ সোনারপুরের স্কুলে


বন্ধু ঋষভ খানকে নিয়ে আসানসোলে গিয়েছিলেন নিয়ামতপুরের বাসিন্দা বছর কুড়ির আমির শেখ।  কুলটির  কাঁকড়শোল এলাকার রাস্তার ধারে একটি পিট আপ ভ্যান দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকের গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। উল্টোদিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটিকে দেখতেই পাননি আমির।


আরও পড়ুন: ফেসবুকে পরিচিত গৃহবধূর সঙ্গে সহবাস, ঘনিষ্ঠ ছবি ফাঁসের হুমকি, অতঃপর...


বাইকের গতিবেগ বেশি থাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আমির। রাস্তার ধারে পিক আপ ভ্যানটি ধাক্কা মেরে বাইকটি উল্টে যায়। বাইক থেকে অনেকটা দূর ছিটকে পড়েন আমির। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় আমিরের। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই আমিরের মৃত্যু হয়েছে বলে জানান চিকিত্সকরা। অন্যদিকে, গুরুতর চোট লাগে বাইকের পিছনে বসে থাকা ঋষভেরও।


আরও পড়ুন: একই দিনে বন্ধ হয়ে গেল হুগলির ২ টি জুটমিল, কর্মহীন প্রায় ৮ হাজার শ্রমিক


স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার পর পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। তবে চালক ফেরার।