নিজস্ব প্রতিবেদন: টেন্ডার দুর্নীতিকান্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে উদ্যোগ নিল পুলিস। বিষ্ণুপুর পুরসভার একাধিক প্রকল্পের টেন্ডার দুর্নীতির অভিযোগে রবিবার সকালে গ্রেফতার হন প্রাক্তন বস্ত্রমন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Coronavirus: তৃতীয় ঢেউয়ের সতর্কতার মাঝেই দেশে বাড়ছে সুস্থতার হার, পাল্লা দিয়ে কমল মৃত্যুও 


প্রক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। টেন্ডার দেওয়া নিয়ে কোটি কোটি টাকার আর্থিক তছরূপের তদন্তে নেমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সুত্রের খবর, জমি জায়গা-সহ একাধিক সম্পত্তি কিনেছেন শ্যামাপ্রসাদবাবু। সেই সম্পত্তির লেনদেন ও অর্থের উৎস জানার চেষ্টা করছেন তদন্তকারী দল। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করতে পদক্ষেপ শুরু করেছেন তদন্তকারীরা। এর জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিস। পাশাপাশি শ্যামাপ্রসাদের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করারও প্রক্রিয়া শুরু করেছে পুলিস।


তদন্তকারীরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের টাকা রয়েছে তাঁর একেবারেই ঘনিষ্ট জনের কাছে। তাদের জিজ্ঞাসাবাদ করার ও তাদের অ্যাকাউন্টের তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী দল।


বিষ্ণুপুর পুরসভা কে কেন্দ্র করেই উঠেছে টেন্ডার দুর্নীতির অভিযোগ। স্বাভাবিক ভাবেই বিষ্ণুপুর পুরসভার আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিস। আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে  টেন্ডার দুর্নীতি সংক্রান্ত পুর্নাঙ্গ বিষয় জানার চেষ্টা করছে পুলিস।


আরও পড়ুন-Vaccination: আগে এলে আগে টিকা, 'স্লট টাইমিং' উঠে পুরনো নীতিই বহাল  


সুত্রের খবর ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে হলফনামায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেওয়া সম্পত্তির হিসেব কী দেওয়া হয়েছিল তা সংগ্রহ করতে শুরু করেছে পুলিস। এছাড়াও তাঁর সমস্ত স্থাবর সম্পত্তির হিসাব জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন ঠিকাদারের নাম পেয়েছে পুলিস। মনে করা হচ্ছে এই সব ঠিকাদারের সঙ্গে দিনের পর দিন অবৈধ আর্থিক লেনদেন করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)