নিজস্ব প্রতিবেদন: টেন্ডার দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ। শ্যামাপ্রসাদের ঘনিষ্ঠ সহযোগী রামশঙ্কর মহান্তিকে জেরা করে মিলেছে প্রাক্তন মন্ত্রীর বিপুল জমির সন্ধান। আজ রামশঙ্করকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রয়াত ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা Sidharth Shukla


জিজ্ঞাসাবাদে রামশঙ্কর জানিয়েছে, শ্যামাপ্রসাদের নামে কেনা হয়েছে ২২টি জমি। তদন্তকারীদের অনুমান, ওইসব জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি।  শুধুমাত্র বিষ্ণপুর শহরেই নয়, বাঁকুড়া শহরের জমি রয়েছে শ্য়ামাপ্রসাদের। রামশঙ্করকে নিয়ে ওইসব জমি চিহ্নিত করার কাজ করছে পুলিস।


এদিকে, রামশঙ্করের নামে ভাড়া নেওয়া ব্যাঙ্ক লকারে শ্যমাপ্রসাদের বিপুল গহনা জমা রয়েছে বলে জানতে পেরেছে পুলিস। সেই গহনার পরিমাণ কত তা জানার চেষ্টা করছে পুলিস। এনিয়ে ব্যাহ্ক কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে পুলিস।


আরও পড়ুন-Bankura: গুরুতর অভিযোগ গাড়িচালকের স্ত্রীর, শেষপর্যন্ত আদালতে আত্মসমর্পণ বিজেপি বিধায়কের 


আন্যদিকে, শ্যামাপ্রসাদের ব্যাঙ্ক আকাউন্টে রয়েছে বিপুল টাকাও। শুধু নিজের অ্যাকাউন্টেই নয়, স্ত্রী ও ছেলে-মেয়ের অ্যাকাউন্টেও রয়েছে কোটি কোটি টাকা। এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। ওই টাকার পরিমাণ কত বা তার উত্সই বা কী তা জানতে বুধবার রাতে শ্যামাপ্রসাদের স্ত্রী, ছেলে ও মেয়েকে বিষ্ণুপুর থানায় ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে প্রাক্তন মন্ত্রীর স্ত্রী, ছেলে ও মেয়ের টাকার উৎস সম্পর্কে কিছু জানা যায়নি। তবে তদন্তকারীরা শ্যামাপ্রসাদ ঘনিষ্ঠ রামশঙ্করকে ফের নিজেদের হেফাজতে নিয়ে সম্পত্তির আসল পরিমাণ জানার চেষ্টা চালানোর চেষ্টা করবেন বলে জানা যাচ্ছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)