নিজস্ব প্রতিবেদন: রাতে খাওয়াদাওয়ার পর অন্য দিনের মতোই নিজের ঘরে ঘুমোতে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার চকনিতাইয়ের বাসিন্দা প্রদীপ বাগ(১৯)। এরপরই একটি শব্দ শুনে জেগে ওঠে গোটা পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Coronavirus: দেশে ৪০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, কেরলের পরিস্থিতি উদ্বেগের


প্রদীপের ঘরে গিয়ে বাবা-মা দেখতে পান, বিছানা রক্তে ভিজে গিয়েছে। নিথর প্রদীপের দেহের পাশে পড়ে রয়েছে একটি রিভালবার। চিত্কার চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা দেহ উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় প্রদীপকে।


কেন এমন ঘটনা? প্রতিবেশীদের বক্তব্য, সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যাস্ত থাকতো প্রদীপ। সম্ভবত কোনও মোবাইল গেমে আশক্ত ছিল সে। পাশপাশি এমনও মনে করা হচ্ছে প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে।


আরও পড়ুনWeather Today: ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, বাড়বে আর্দ্রতার অস্বস্তি


মৃত যুবকের বাবা সুফল বাগ ,মা শচীরানি বাগ । বাবা মার দুটি সন্তান। বড়ছেলে বিশেষভাবে সক্ষম। সুফল বা শচী কেউই বুঝতে পারছেন না, কীভাবে এমন ঘটনা ঘটল?  অস্ত্রই বা প্রদীপ পেল কোথায়? 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)