নিজস্ব প্রতিবেদন: দশংসংস্কারচূর্ণ। ফেলুদা এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, ‘চূর্ণ মিশ্রিত ব্রহ্মাস্ত্র।’ এই অস্ত্র আসলে ছিল গোলমরিচ। এবারের পঞ্চায়েত নির্বাচনেও গুলি, বোমার সঙ্গে এমনই ‘ব্রহ্মাস্ত্র’ ব্যবহার হল। তবে, এখানে গোলমরিচের বদলে লঙ্কা গুঁড়ো দিয়ে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে জলপাইগুড়ির পাহাড়পুর ঢিং পাড়া এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভোট শান্তিপূর্ণ, প্রাণ হারিয়েছেন ৬ জন তৃণমূল কর্মী, দাবি পার্থর


সোমবার ঢিং পাড়ার দয়াজাদী প্রাথমিক বিদ্যালয়ের বুথে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকী বাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। জানা গিয়েছে উভয় পক্ষের ৭ জন জখম হয়েছেন।


আরও পড়ুন- পঞ্চায়েত অশান্তি নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক



তৃণমূলের এক নেতা জানিয়েছেন, দিলীপ ঘোষের নির্দেশ ওরা অক্ষরে অক্ষরে পালন করছে। লঙ্কার গুড়ো দিয়ে হামলা চালায় বিজেপির কর্মীরা। তবে, এই অভিযোগ অস্বীকার করেন বিজেপির জলপাইগুড়ির সাধারণ সম্পাদক বাপী গোস্বামী। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে দায়ী করেছেন তিনি।


আরও পড়ুন- সম্প্রীতির মালবাজার, এক আসনে বসে খেলেন তৃণমূল-বিজেপি-সিপিএম ভোটাররা