জেলা পরিষদের ফলাফল পুনরায় গণনার দাবিতে আদালতে যাচ্ছে বিজেপি
বিজেপি জেলা নেতৃত্বদের কাছ থেকে জেলা পরিষদের গণনা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নেতৃত্ব।
অঞ্জন রায়
পঞ্চায়েত ভোট ঘিরে ফের নয়া আইনি জট? পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। জেলা পরিষদের গণনায় বেনিয়ম হয়েছে। এই অভিযোগেই এবার হাইকোর্টের দরবারে গেরুয়া শিবির।
বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছে বিজেপি,
১. গ্রাম পঞ্চায়েতে যে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন তাদের সার্টিফিকেট দেয়নি প্রশাসন।
২. বিজেপি প্রার্থীর পর জয়ী ঘোষণার পর সার্টিফিকেটে নাম লেখানো হয়েছে অন্য দলের নাম।
৩. জেলা পরিষদের গণনার সময় কোনও বিরোধী এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি বিজেপির।
এই সমস্ত ঘটনায় প্রার্থীদের কাছ থেকে রিপোর্ট চাইল বিজেপি। শুক্রবার দলীয় কার্যালয়ে এক বৈঠকে এই নিয়ে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাদের সিদ্ধান্ত অনুসারে, আদালতের দ্বারস্থ হয়ে বিচার চাইবেন এই সমস্ত প্রার্থীরা। দরকারে মামলা হবে জেলাভিত্তিক।
বিজেপির অভিযোগ, জেলা পরিষদের গণনার সময় কোনও বিরোধী দলের এজেন্টকে গণনাকেন্দ্রের ভিতরে থাকতে দেওয়া হয়নি। কিন্তু, গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে গিয়েছিলেন শাসকদলের বিধায়ক ও সাংসদরা। তাঁদের সামনেই চলেছে গণনা। জেলা পরিষদের গণনায় ব্যাপক কারচুপি করেছে শাসকদল।
এখন পদ্ম শিবিরের তরফে দাবি, জেলা পরিষদের ভোট পুনরায় গণনা করতে হবে। দলীয় সূত্রে খবর, এই ইস্যুতে শুক্রবার বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেখানেই আদালতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন, ১১ জেলা পরিষদে দূরবীনেও ধরা পড়ছে না বাম-বিজেপি-কংগ্রেস
ইতিমধ্যেই বিজেপি জেলা নেতৃত্বদের কাছ থেকে জেলা পরিষদের গণনা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নেতৃত্ব। পাশাপাশি, আইনজীবীদের সঙ্গেও চলছে কৌশল নির্ধারণের শলাপরামর্শ। সূত্রে খবর, চলতি মাসের শেষদিকে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।
গ্রাম পঞ্চায়েতে যে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন তাদের সার্টিফিকেট দেয়নি
জয়ী ঘোষণার পর সার্টিফিকেটে নাম লেখানো হয়েছে অন্য দলের
জেলা পরিষদের গণনার সময় কোনও বিরোধী এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি
এই সমস্ত প্রার্থীদের কাছ থেকে রিপোর্ট চাইল বিজেপি
এদের রিপোর্টের ভিত্তিতেই বিজেপি প্রার্থীরা আদালতে যাচ্ছে
এমাসের শেষের দিকে আদালতে
কাল সিদ্ধান্ত হয়েছে
জেলা ভিত্তিক মামলা হতে পারে