নিজস্ব প্রতিবেদন: বিজেপির জেলা সহ-সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির আভিযোগ আনল তৃণমূল কাউন্সিলর। ঘটনাটি বনগাঁর। অভিযোগ, গত ১৬ জুলাই বনগাঁ পৌরসভা অনাস্থা ভোট শেষে ফিরছিল তৃণমূল কংগ্রেসের সমর্থক। সেই সময়ই বিজেপির জেলা সহ-সভাপতির নেতৃত্বে কিছু দুষ্কৃতি চড়াও হয় ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দিপালী বিশ্বাসের ওপর। যৌন হেনস্থার অভিযোগ ওঠে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সূত্রের খবর, দেবদাস মন্ডলের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দীপালি বিশ্বাস। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তিনি কোর্টের ওপর সম্পূর্ণ আস্থা রেখেছেন। পাশাপাশি তাঁর পাল্টা অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং বনগাঁ পুরবোর্ডকে টিকিয়ে রাখতেই একের পর এক অভিযোগ আনা হচ্ছে তাঁর নামে।  অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। 


আরও পড়ুন: কী করে ২০১১ ও ১৬-র নির্বাচন জিতল তৃণমূল, ইভিএম বাতিলের দাবিকে প্রশ্ন করে সুজন