কী করে ২০১১ ও ১৬-র নির্বাচন জিতল তৃণমূল, ইভিএম বাতিলের দাবিকে প্রশ্ন করে সুজন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ইভিএম বাতিল করে ব্যালট ফেরানোর দাবিকে চ্যালেঞ্জ করে সুজন বলেন, এতদিন উনি ইভিএম-এর প্রতি আসক্ত ছিলেন। ইভিএম বাতিলের দাবি জানানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে কী করে ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে জিতলেন তিনি।

Updated By: Jul 21, 2019, 03:38 PM IST
কী করে ২০১১ ও ১৬-র নির্বাচন জিতল তৃণমূল, ইভিএম বাতিলের দাবিকে প্রশ্ন করে সুজন

নিজস্ব প্রতিবেদন: ইভিএম বাতিল করে ব্যালট ফেরানোর দাবিতে সোচ্চার ছিল এবার তৃণমূলের ২১ জুলাই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ইভিএম কারচুপি করেই লোকসভা নির্বাচনে জিতেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে পালটা প্রশ্নে বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর প্রশ্ন, ইভিএম কারচুপি হলে ২০১১ ও ২০১৬-র নির্বাচনে কী করে বিপুল জয় পেল তৃণমূল? তার জবাব আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

এদিন সুজন বলেন, ইভিএমের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত করতে বরাবর দাবি জানিয়ে এসেছে বামেরা। কিন্তু ইভিএম বাতিলের দাবি কখনো তোলেনি তাঁরা। বামেদের দাবি মেনেই ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট যোগ হয়েছে। যার ফলে আরও বেড়েছে স্বচ্ছতা। কিন্তু ইভিএম বাতিলের দাবি কখনো জানায়নি বামপন্থীরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ইভিএম বাতিল করে ব্যালট ফেরানোর দাবিকে চ্যালেঞ্জ করে সুজন বলেন, এতদিন উনি ইভিএম-এর প্রতি আসক্ত ছিলেন। ইভিএম বাতিলের দাবি জানানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে কী করে ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে জিতলেন তিনি। 

যার নির্দেশে গুলি চলেছিল সে-ই এখন সাংসদ, বাঁচাতে বেরচ্ছে না রিপোর্ট, মমতাকে খোঁচা মুকুল-অর্জুন-রবিনের

এবছর ২১ জুলাইয়ের সমাবেশ থেকে ফের ইভিএম-এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ইভিএম-এ ভোট হলে বিজেপি জেতে। আর সেই জায়গাতেই যখন পুর ও পঞ্চায়েত নির্বাচনে ব্যালটে ভোট হয় তখন পরাজয় হয় বিজেপির। মমতার প্রশ্ন, কত আসন পাবে তা কী করে আগে থেকে বলে দিল বিজেপি?   

.