Mithun Chakraborty: `দেখি না, কে আপনাকে তাড়ায়`! সিএএ ইস্যুতে এবার হুঙ্কার মিঠুনের
শিয়রে পঞ্চায়েত ভোটে। অনুব্রত মণ্ডলের জেলায় প্রচারে `মহাগুরু`। দিনভর একাধিক কর্মসূচিকে যোগ দিলেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রসেনজিৎ মালাকার: 'দেখি না, কে আপনাকে তাড়ায়! যদি হয়, আমি দাঁড়াব আপনার পাশে'। পঞ্চায়েত ভোটে আগে সিএএ ইস্যুতে এবার রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মিঠুন চক্রবর্তী। তাঁর আক্ষেপ, '৭৫ বছর ধরে মুসলিম ভাইবোনদের এটাই বোঝানো হচ্ছে যে, তোমাদের বের করে দেবে! মুসলিম ভাইবোনদের কোনও উন্নতি হল না, সবাইকে ভয়েই রেখে দিলেন'।
রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রচারে মহাগুরু। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল এখন জেলে। এদিন বীরভূমে বিজেপির একাধিক কর্মসূচিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
এদিকে পঞ্চায়েত ভোটের আগে সিএএ ইস্যুতে সুর চড়িয়েছে গেরুয়াশিবির। বনগাঁর ঠাকুরনগরে এক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা, 'বাংলায় সিএএ লাগু হবেই'। সঙ্গে আশ্বাস,'সিএএ আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। যাঁরা ধর্মীয় কারণে বাংলাদেশ, আফগানিস্থান, পাকিস্তান থেকে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দিতে সহযোগিতা করবে। ভিসা চাইতে গেলে, চাকরি চাইতে গেলে পুলিস বলে না? আপনাদের সমানাধিকার দিতে এই সিএএ'। এবার একই সুর শোনা গেল মিঠুন চক্রবর্তীর গলায়ও।
আরও পড়ুন: Murshidabad: গোষ্ঠীদ্বন্দ্বের জের! নওদায় খুন, ডোমকলে এবার আক্রান্ত তৃণমূল নেতা
এদিন বীরভূমে জি ২৪ ঘণ্টাকে মিঠুন বলেন, 'জনগণকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কেউ আপনাদের এদেশ থেকে তাড়িয়ে দিতে পারবে না। কারও পৈতৃক সম্পত্তি নয় ভারতবর্ষ, তার নাগরিকদের সম্পত্তি। যতদিন আপনার কাছে রিয়েল ভোটার কার্ড আছে, রিয়েল আধার কার্ড আছে, আপনি ভারতের নাগরিক। এটাই আপনার ঘর, এর মালিকানা আপনার'। তাঁর দাবি, 'পঞ্চায়েত ভোটে যদি ফেয়ার ইলেকশন হয় তো গ্যারান্টি বিজেপি আসছে'।
এদিকে পঞ্চায়েত ভোটে বীরভূম অনুব্রত ঘনিষ্ঠ তিন নেতাকে বাড়তি দায়িত্ব দিয়েছেন তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, 'কোনও অশান্তি নয়, ভোট শান্তিপূর্ণ করতে হবে। পুরনো কর্মীরা বেশি সময় দিন। লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে'। সূত্রের খবর তেমনই।