নিজস্ব প্রতিবেদন: দলের কর্মসূচিতে 'হামলা', তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হালিসহরে। আহত হয়েছেন আরও ৬ জন বিজেপি কর্মী। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। এলাকায় তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ। বদলার হুমকি দিলেন স্থানীয় বিজেপি নেতা শুভ্রাংশু রায়। 'পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাস চলছে', টুইটে প্রতিক্রিয়া কৈলাস বিজয়বর্গীয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: উলেন রায়ের ময়নাতদন্ত ইস্যু এবার হাইকোর্টে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার সিদ্ধান্ত পরিবারের


স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সৈকত ভাওয়াল। বিজেপি বুথ সভাপতি ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় হালিসহরের বলদেঘাটা এলাকায় বিজেপির 'গৃহসম্পর্ক' অভিযান চলছিল। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সৈকত। গেরুয়াশিবির অভিযোগ, কর্মসূচি চলাকালীন বাইকে করে এসে দলের কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারে আহত হন সৈকত-সহ বেশ ছ'জন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণীর JNM হাসপাতালে।  সেখানে বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়ালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে। 


আরও পড়ুন: কেন্দ্রীয় ডেপুটেশনে ৩ আইপিএসকে তলব; কাউকে পাঠানো হবে না, কেন্দ্রকে চিঠি রাজ্যের


এদিকে এই ঘটনার পর তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বীজপুরের তৃণমূল নেতা শুভ্রাংশু রায়। তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পনামাফিক খুনের অভিযোগ করেছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন বদলারও। টুইট করেছেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয়। 




যদিও তৃণমূলের পাল্টা দাবি, 'সব ঘটনায় রাজনীতির রং লাগানো উচিত নয়। রাজনৈতিক নয়, এই খুন ব্যক্তিগত।'