WB By-Polls: কোচবিহারে গেরুয়াশিবিরে ভাঙন অব্যাহত, দল ছাড়লেন বিজেপি-র জেলা সম্পাদক
৩০ অক্টোবর উপনির্বাচন দিনহাটায়।
নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনের আগে ফের ভাঙন গেরুয়াশিবিরে। এবার দল ছাড়লেন খোদ বিজেপি-র কোচবিচার জেলা সম্পাদক সুদেব কর্মকার। সঙ্গে দিনহাটা ১ নম্বর ব্লকের একাধিক নেতা। তৃণমূলে যোগ দিলেন তাঁরা।
ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। পুজোর পর এবার উপনির্বাচন হবে কোচবিহারের দিনহাটা, নদিয়ায় শান্তিপুর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও উত্তর ২৪ পরগনার খড়দহে। কবে? ৩০ সেপ্টেম্বর। দশমীর পর জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। এই চার কেন্দ্রে আপাতত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করেছে কমিশন। এদিন সকালে শান্তিপুরে 'স্পর্শকাতর' এলাকায় চলে রুটমার্চ। গোসাবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুন্দরবন কোস্টাল থানা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
আরও পড়ুন: WB By-Polls: খড়দহে প্রয়াত TMC বিধায়কের বাড়িতে গিয়ে স্ত্রীর আশীর্বাদ চাইলেন BJP প্রার্থী
এদিকে দিনহাটায় উপনির্বাচনের আগে কোচবিহারে গেরুয়াশিবিরে ভাঙন অব্যাহত। এদিন সকালে দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চাকলাটারি গ্রামে অনুষ্ঠিত হয় যোগদান সভা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় ২৬৩টি পরিবার। দলত্যাগীদের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। বাদ গেলেন না খোদ বিজেপি-র জেলা সম্পাদকও।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)