`আর নয় অন্যায়`-এ দলের মহিলা কর্মীদের `শ্লীলতাহানি` বিজেপি নেতাদের
মহিলা মোর্চার সভানেত্রী অভিযোগ করেন, তাপস চ্যাটার্জি ও বাপি রায় ক্যানিংয়ে বিজেপিকে তৃণমূলের কাছে বিক্রি করতে চাইছে।
নিজস্ব প্রতিবেদন : দলের 'আর নয় অন্যায়' কর্মসূচিতে দলেরই মহিলা কর্মীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। এদিন সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের রায়বাঘিনী মোড় এলাকায়।
অভিযোগ, এদিন বিজেপির 'আর নয় অন্যায়' প্রতিবাদ সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। মারধর, ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি খোদ দলের নেতাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন বিজেপি মহিলা কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে, ক্যানিং-১ মন্ডল বিজেপির ডাকে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির প্রতিবাদ সভা ছিল। সেইমতো রায়বাঘিনী মোড়ে সভার মঞ্চও বাঁধা হয়েছিল। সভায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছিল ক্যানিং-১ মন্ডলের সমস্ত বিজেপি নেতানেত্রী ও কর্মী-সমর্থকদের।
দক্ষিণ ২৪ পরগনা জেলা পূর্ব মহিলা মোর্চার সহ সভানেত্রী মায়া বাগের নেতৃত্ব বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মী-সমর্থক মঞ্চে বসে সেই 'আর নয় অন্যায়' কর্মসূচির প্রতিবাদ সভা শুরু করেন। অভিযোগ, সেই মুহূর্তেই ক্যানিং-১ মন্ডলের সভাপতি তাপস চ্যাটার্জি ও বাপি রায়ের নেতৃত্বে একদল বিজেপি কর্মী চড়াও হয়ে মহিলা মোর্চার নেত্রী সহ অন্যান্য মহিলা কর্মীদের মঞ্চ থেকে জোর করে তাড়িয়ে দেন। সভা ঘিরে শুরু হয় বিশৃঙ্খলা। প্রতিবাদে মহিলা মোর্চার সভানেত্রী মায়া বাগ মিছিল শুরু করেন। রাজপথে বসে পড়ে বিক্ষোভও দেখান। বাপি রায় ও তাপস চ্যাটার্জিকে দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি। অভিযোগ করেন, তাপস চ্যাটার্জি ও বাপি রায় ক্যানিংয়ে বিজেপিকে তৃণমূলের কাছে বিক্রি করতে চাইছে।
অভিযোগ, এরপরই বাপি রায় ও তাপস চ্যাটার্জির নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতী ফের তাঁদের উপর চড়াও হয়। মঞ্চের সামনে থাকা চেয়ার ছোঁড়াছুঁড়ি শুরু হয়। ক্যানিং-১ মন্ডল বিজেপির সম্পাদক পবিত্র পাত্রকে মারধর করা হয়। একইসঙ্গে মহিলা কর্মীদেরও মারধর করা হয়। পাশাপাশি তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেছেম মহিলা মোর্চার সভানেত্রী মায়া বাগ। গন্ডগোলের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিস। এই ঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে।
(এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত জেলা বিজেপি নেতৃত্বের তরফে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া আসেনি।)
আরও পড়ুন,
'ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়,' BJP-তে যোগদানে চূড়ান্ত নিগ্রহ স্কুল পরিচালন কমিটির সদস্যকে
তৃণমূলে যোগ দিলেন মুকুলের 'ঘনিষ্ঠ' আত্মীয়; মতুয়াদের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে : Bratya