নিজস্ব প্রতিবেদন : তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির কাছে বিজেপি বিধায়ক! গোটা রাজ্য জুড়ে যখন বিজেপি-তৃণমূল 'সংঘাতের ছবি' প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তখন একেবারেই এক 'অন্য ছবি' ধরা পড়ল আলিপুরদুয়ারে। বেনজির রাজনৈতিক সৌজন্যের উদাহরণ তুলে ধরলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলাদাস সরকার ও মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন আলিপুরদুয়ারের তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে নিজের এলাকার উন্নয়নের দাবি নিয়ে দেখা করতে আসেন মাদারিহাটের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা। সভাধিপতি ব্যস্ত থাকায়, বেশ খানিকক্ষণ তাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষাও করলেন বিধায়ক। এরপর 
দীর্ঘ সময় ধরে কথা হয় দু'জনের মধ্যে ৷ দেখা করে বেরিয়ে এসে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা জানান, তাঁর নিজের বিধানসভা এলাকার রাস্তাঘাট, পানীয় জল, পর্যটন কেন্দ্রের বিকাশ কীভাবে করা যায় তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। অন্যদিকে তৃণমূল সভাধিপতি শীলাদাস সরকার বলেন, "আর্থিক সঙ্কট রয়েছে। অর্থ পেলেই কাজ করা হবে।"


মনোজ টিগ্গা জানান, সভাধিপতির সঙ্গে কথা বলে তাঁর ভালো লেগেছে। খুব শিগগিরই জেলার ৫ বিজেপি বিধায়ককে নিয়ে আবার সভাধিপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সভাধিপতি শীলাদাস সরকারও বলেন যে, একজন বিধায়ক জেলা পরিষদে আসতেই পারেন ৷ সৌজন্যমূলক সাক্ষাত হয়েছে। কিছু উন্নয়নমূলক কাজ নিয়ে আবেদন করেছেন তিনি। আর্থিক সংকুলান হলে অবশ্যই উন্নয়নমূলক কাজ হবে ৷ বলাই বাহুল্য যে, উন্নয়নের জন্য দুই ভিন্ন মেরুর দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক নজির গড়ল জেলায়।


আরও পড়ুন, কলকাতা পুরভোটে BJP-র হারের কারণ কী? ক্ষোভ উগরে স্পষ্ট জানালেন প্রার্থীরা


Ashok Bhattacharya: দলের অনুরোধে মত বদল, পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডে বামপ্রার্থী অশোক ভট্টাচার্য


Siliguri Municipal Election: আবার ভোট ময়দানে অশোক, কী বললেন একদা রাজনৈতিক শিষ্য শঙ্কর ঘোষ?


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App