কমলাক্ষ ভট্টাচার্য: বছর ঘুরলেই লোকসভা ভোট। বঙ্গ বিজেপিতে সাংগঠনিক রদবদলের পর ফের রাজ্য আসছেন জেপি নাড্ডা। কবে? শুক্রবার রাতে কলকাতায় পৌঁছবেন তিনি। ৩ সফরে থাকছে একাধিক কর্মসূচি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Abhishek Sends Notice to Md Salim: সোশ্যাল মিডিয়ায় 'অশালীন' শব্দের ব্যবহার করে নিশানা, সেলিমকে আইনি নোটিস অভিষেকের


পঞ্চায়েত ভোট। নজরে এবার লোকসভা নির্বাচন। স্রেফ রাজ্যের জন্য়  ৮ মাসের রোডম্যাপ জমা দেওয়া নয়, দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে 'চূড়ান্ত' বৈঠকও সেরে ফেলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা দাবি, 'বৈঠকে যা হয়েছে, পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবে'।


বাংলায় জেপি নাড্ডা
---------------
১১ অগস্ট, শুক্রবার রাতে শহরের একটি পাঁচতারা হোটেল রাত্রিবাস


১২ অগস্ট, শনিবার কোলাঘাটে পূর্বাঞ্চলীয়  পঞ্চায়েত সম্মেলনের উদ্বোধন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন মোদী।


১২ অগস্ট, শনিবার বিকেলে সায়েন্ট সিটিতে পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠক। রাতে হোটেলে কোর কমিটির সদস্যদের বৈঠক। 


১৩ অগস্ট, রবিবার সকালে দক্ষিণেশ্বর বা কোনও স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে যেতে পারেন নাড্ডা। ফিরে ওয়েস্টিনে এমপি এমএলএদের সঙ্গে বৈঠক।


১৩ অগস্ট, রবিবার, দুপুরে ন্যাশানাল লাইব্রেরীতে সংযুক্ত মোর্চার সঙ্গে বৈঠকে যোগ দেবেন নাড্ডা। বিকেলে পূর্বাঞ্চলীয়  পঞ্চায়েত সম্মেলনের যোগ দিতে ফের যাবেন কোলাঘাটে। সন্ধ্যা কলকাতা থেকে ফিরবেন দিল্লিতে।


এদিকে লোকসভা ভোটের আগে সাংগঠনিক রদবদল ঘটেছে বঙ্গ বিজেপিতে। স্রেফ সভাপতি বদল নয়, নয়া সাংগঠনিক জেলা করা হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। কাঁথি সাংগঠনিক জেলায় বাদ শুভেন্দু ঘনিষ্ঠ সুদাম পণ্ডিত! 


আরও পড়ুন: Private Hospital: চক্রব্যূহ! বিল দিতে অপারগ রোগী, ঋণের ব্যবস্থা হল হাসপাতালেই হাজির বেসরকারি সংস্থা থেকে



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)