নিজস্ব প্রতিবেদন: বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনার মধ্যে চলছে কলকাতা ও লাগোয়া ৯টি কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষদফার নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। তার পরেও বসিরহাট কেন্দ্রের অন্তর্গত মিনাখায় বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সাময়িক পথ অবরোধ ভোটারদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মিনাখায় ১৮৯ নম্বর বুথের ভোটারেদের একাংশের অভিযোগ, সকাল থেকে বেশ কয়েকবার ভোট দিতে গেলেও তাদের ফেরত পাঠিয়ে দেয় তৃণমূলের লোকজন। ৫০-৬০ জন বিজেপি সমর্থককে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর ব্যাপারটি বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে জানান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রার্থী। সেখান থেকে সরাসরি তিনি ফোন করেন পুলিস সুপারকে। পরিস্থিতি সামাল দিতে বাহিনী পাঠানোর আশ্বাস দেন তিনি। 


LIVE: তিলজলায় রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি, মিনাখাঁয় বিজেপিকে ভোটদানে 'বাধা'


ওদিকে এরই মধ্যে ভোট দিতে দেওয়ার দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয়রা। ফলে বন্ধ হয়ে যায় যানচলাচল। প্রায় ১৫ মিনিট পর মিনাখা থানা থেকে পুলিস ও ব়্যাফ পৌঁছলে অবরোধ ওঠে। এর পর পুলিসি পাহারায় ভোট দেন বিজেপি সমর্থকরা।