মনোজ মণ্ডল: দলের মণ্ডল সভাপতি পদে কেন বদল? বিজেপির জেলার কার্যালয়ে এবার রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। ধুন্ধুমারকাণ্ড বারাসতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Saayoni Ghosh: 'চিন্তা নেই, বিদেশ যাচ্ছি না', দার্জিলিং ঘুরতে গিয়ে মন্তব্য সায়নীর!


বছর ঘুরলেই লোকসভা ভোট। সাংগঠনিক রদবদল ঘটেছে বঙ্গ বিজেপিতে। কাঁথি সাংগঠনিক জেলায় বাদ শুভেন্দু ঘনিষ্ঠ সুদাম পণ্ডিত! নয়া সাংগঠনিক জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুর। কবে? আগস্টে। বাদ যায়নি বারাসতও।


বিজেপি সূত্রে খবর, বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তাপস মিত্র। মাস খানেক আগে জেলা সভাপতি হন তরুণকান্তি ঘোষ। এরপর স্রেফ জেলা কমিটি নয়, চলতি সপ্তাহে বদলে দেওয়া হয় মণ্ডল সভাপতিদের! কেন? নেতা-কর্মীদের একাংশের ক্ষোভ চরমে।  তাঁদের অভিযোগ, দলের নিয়ম না মেনেই সাংগঠনিক রদবদল করা হয়েছে। এমনকী, ২০ মণ্ডলে যাঁদের সভাপতি হয়েছেন, তাঁদের বেশিরভাগ সঙ্গেই নাকি তৃণমূলের যোগ আছে! 


এদিন সন্ধ্যায় বারাসতের হরিতলায় বিজেপি জেলা কার্যালয়ে তুমুল বিক্ষোভে দেখান প্রাক্তন মণ্ডল সভাপতি-সহ বিক্ষুদ্ধরা। এরপর প্রথমে বচসা, তারপর শুরু হয় হাতাহাতি। শেষপর্যন্ত পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এদিকে এ রাজ্যে ১০ হাজার বুথে এখনও কমিটি নেই! রিপোর্ট দেখে বিস্মিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা কেন্দ্রপিছু এবার বিস্তারক পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের রাজ্য নেতৃত্বকে। 


দেশজুড়ে পরাজিত এবং দুর্বল বুথগুলিতে 'সশক্তিকরণ' অভিযান শুরু করেছে বিজেপি। বাংলায় কী পরিস্থিতি? দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা পড়েছে। সূত্রের খবর, সেই রিপোর্টে সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। তাঁরা জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গায় সংগঠন তেমন শক্তিশালী ছিল না। সংগঠনকে মজবুত করার কাজ চলছে।


আরও পড়ুন: Zee 24 Ghanta Impact: কমিউনিটি সেন্টার থেকে এবার গ্রামে, সাড়ে তিন বছর পর ঘরে ফিরল ৩ আদিবাসী পরিবার



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)