কাউন্সিলারকে গ্রেফতারের প্রতিবাদে নৈহাটি থানায় তুলকালাম বিজেপির, রেল অবরোধের হুমকি অর্জুন সিংয়ের
ফের উত্তপ্ত নৈহাটি। বিজেপি কাউন্সিলারকে গ্রেফতারের প্রতিবাদে তুলাকালাম নৈহাটি থানা। শুক্রবার অনেক রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হল পুলিস কর্মীদের। বিক্ষোভে হাজির খোদ সাংসদ অর্জুন সিং।
নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত নৈহাটি। বিজেপি কাউন্সিলারকে গ্রেফতারের প্রতিবাদে তুলাকালাম নৈহাটি থানা। শুক্রবার অনেক রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হল পুলিস কর্মীদের। বিক্ষোভে হাজির খোদ সাংসদ অর্জুন সিং।
আরও পড়ুন-ভিডিয়ো: পাক সাংবাদিককে জবাব দিয়ে হৃদয় জিতলেন ভারতের প্রতিনিধি আকবরউদ্দিন
অর্জুন সিংয়ের অভিযোগ, শুক্রবার নৈহাটির গৌরীপুর এলাকায় চোলাই মদ ব্যবসায়ী উমেশ সাউয়ের সঙ্গে কাউয়ের গোষ্ঠীর গোলমাল বাধে। দুপক্ষের মারামারিতে আহত হন কয়েকজন। তাদের দেখতে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে যান নৈহাটি পুরসভার বিজেপি কাউন্সিলার গণেশ দাস। সেখানেই তাঁকে গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন-জেহাদের নামে কাশ্মীরে হিংসা বন্ধ করুন, রাষ্ট্রসঙ্ঘে নাম না করে পাকিস্তানকে বার্তা ভারতের
এদিকে গণেশ দাসকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। নৈহাটি থানায় এসে জড়ো হন বিজেপি সমর্থকরা। গভীর রাত পর্যন্ত তারা ঘেরাও করে রাখেন নৈহাটি থানা। বিক্ষুব্ধ বিজেপি সমর্থকরা পুলিসের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।
অর্জুন সিংয়ের হুমকি, গণেশ দাসকে না ছাড়লে বিক্ষোভের আগুন গোটা এলাকায় ছড়িয়ে পড়বে। সড়ক ও রেল অবরোধ করা হবে।