নিজস্ব প্রতিবেদন : বিজেপির (BJP) কর্মী সম্মেলনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশকগ্রাম অঞ্চলের মশাগ্রামে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সবংয়ে। উত্তপ্ত এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আজ মশাগ্রাম বুথে বিজেপির কর্মী সম্মেলন ছিল। সেইমতো বিজেপি (BJP) কর্মীরা সব আয়োজন করেছিলেন। অভিযোগ, সম্মেলনে শুরু হওয়ার মুহূর্তে আচমকাই তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা সভাস্থলে এসে ব্যাপক বোমাবাজি শুরু করে। সেইসঙ্গে চেয়ার, টেবিলও ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের লক্ষ্য করেও বোমাবাজি করা হয়। এমনই অভিযোগ করেছেন বিজেপির পশ্চিম মন্ডল সভাপতি দীপক খাটুয়া। 


আরও পড়ুন, মোদীজি আপনি লজ্জা, ইন্টেলেকচুয়াল ক্রিমিনাল Malvya, ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেওয়া হবে : Kalyan


যদিও তৃণমূলের তরফে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে সবং ব্লক নেতৃত্ব আবু কালাম বক্স দাবি করেছেন, "আমাদের কাছে এমন কোনও খবর নেই। এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।" এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায়, বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন সবং থানার ওসি, এসডিপিও সহ পুলিস আধিকারিকরা।


আরও পড়ুন, অঘোষিত সেনসরশিপ চলছে, বাকস্বাধীনতা ভূলণ্ঠিত, দেশের শিল্প জগৎ সঙ্কটে : Bratya