নিজস্ব প্রতিবেদন: অমিত শাহ রাজ্য পা ফেলেই ক্ষুরধার রাজনৈতিক মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। বলে দিয়েছেন মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রাজনৈতিক মহলের মত, বিজেপি বহুদিন ধরেই পশ্চিমবঙ্গকে 'টারগেট' করেছে এবং ২০২১-এর ভোটকে পাখির চোখ করে তারা কোমর বেঁধে নেমে পড়েছে। তারই ফলশ্রুতিস্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্য।


এ দিকে সঙ্গে সঙ্গেই তৃণমূলের তরফেও অমিত শাহের মন্তব্যের রাজনৈতিক মোকাবিলা শুরু হয়ে গিয়েছে। সৌগত রায় অমিত শাহের কথার প্রেক্ষিতে বলেছেন, দিবাস্বপ্ন দেখছে বিজেপি, বাংলার মানুষকে ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে কিছু হবে না।



কলকাতার মেয়র তথা রাজ্যের অন্যতম হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমও বলেছেন, অমিত শাহ নাটক করতে এসেছেন।


সবে শীত পড়তে শুরু করেছে বাংলায়। কিন্তু তার মধ্যে রাজনৈতিক আসর রীতিমতো গরমই।


আরও পড়ুন: 'মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে, বিজেপিকে একটা সুযোগ দিন' আর্জি শাহের