নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক অশান্তিতে ফের ধুন্ধুমাপ গঙ্গারামপুর। শনিবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকার কাঁটাবাড়ি। স্থানীয় সূত্রে খবর, এদিন তৃণমূলের নেতৃত্বে কাঁটাবাড়িতে গ্রাম্য সালিশি সভা চলছিল। অভিযোগ, সভা চলাকালীনই তৃণমূল নেতা বাবলু সরকারের অনুগামীরা আক্রমণ করে বিজেপি কর্মীদের ওপর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এগরায় মাথা থেঁতলে শ্বাসরোধ করে খুন বিজেপি কার্যকর্তা, বাড়ির উঠানে দেহ ফেলে গেল দুষ্কৃতীরা


এরপর উভয় পক্ষের মধ্যে শুরু হয় তুমুল ঝামেলা। পরিস্থিতির অবনতি হয়। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু-পক্ষের অনেকেই। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কী কারণে আক্রম করেছিল তা এখনও জানা যায়নি। পুলিস ঘটনাটির তদন্ত করছে।