নিজস্ব প্রতিবেদন:  রাজনৈতিক সংঘর্ষে রাতভোর উত্তপ্ত নদিয়া। তৃনমূলের একাধিক বাইক পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ও দুটি চারচাকা গাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূলের একটি পার্টি অফিসে ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সবমিলিয়ে শনিবার রাত থেকেই ধুন্ধুমার কল্যাণী পুরসভার ১নং ওয়ার্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দলীয় কার্যালয়ে হামলা, তৃণমূল নেতাকে তুলে নিয়ে গিয়ে খুন খানাকুলে


গতকাল রাতে তৃণমূল কর্মীদের আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল বাহিনী এলাকায় পৌঁছালে তাঁদের ওপর চড়াও হয় এলাকার উত্তেজিত বাসিন্দারা। এই ঘটনায় একে ওপরকে দুষছে তৃণমূল এবং বিজেপি। তৃণমূল কর্মীসমর্থকদের অভিযোগ, বিজেপির কর্মীরা তাঁদের মারধর করে। পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় গাড়ি, পার্টি অফিসে ভাঙচুর করে। 
যদিও বিজেপির দাবি তৃণমূলের কর্মীরাই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছিল। দুই পক্ষই অভিযোগ অস্বীকার করেছে। এলাকায় উত্তেজনা অব্যাহত।