নিজস্ব প্রতিবেদন: প্রথম দফা ভোটের পরের দিনও অব্যহত বিক্ষিপ্ত অশান্তি। শুক্রবার পূর্ব মেদিনীপুরের ময়নাতে ফের তৃণমূল ও বিজেপির সংঘর্ষের উত্তপ্ত এলাকা। ঘটনায় আহত এক তৃণমূল কর্মী। আটক ১। সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তি বিজেপি সমর্থক। অভিযোগ, বৃহস্পতিবার মধ্যরাতে এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপি সমর্থকদের ক্লাব ভাংচুর করে তৃণমূলের কর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শীতলা পুজোর ভাসান ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ দমদমে


এরপরই পরিস্থিতির অবনতি হয়। তৃণমূলেকে পাল্টা আক্রমণ করে বিজেপি। পরিস্থিতি হাতাহাতিতে গড়ালে ঘটনাস্থলে আসে পুলিস। পুলিস সূত্রে খবর, আহত ওই তৃণমূল কর্মীকে ময়না হাসপাতে ভর্তি করা হয়েছে। শুক্রবারও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে এলাকায় বিশাল পুলিস বাহিনী মোটায়েন করা হয়েছে।



ঘটনার দায় অস্বীকার করেছে দুই দলই।