শীতলা পুজোর ভাসান ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ দমদমে
পুজো উদ্যোক্তাদের উপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় অমল, ছোটন, পোনা ও তাঁদের দলবল।
নিজস্ব প্রতিবেদন : শীতলা পুজোর আয়োজন ঘিরে উত্তেজনা ছড়াল তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে।
অভিযোগ, জোর করে শীতলা পুজোর ভাসান দেওয়ার চেষ্টা করে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। অভিযুক্ত অমল, ছোটন, পোনা নামে ওই স্থানীয় তৃণমূল কর্মীরা সকলেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর অঞ্জু মিশ্রের অনুগামী। এখন পুজো কমিটির সদস্যদের মধ্যে অধিকাংশ-ই বিজেপি সমর্থক।
আরও পড়ুন, পুরুষের কণ্ঠ নকল করে ফেসবুকে মেয়েদের প্রেম প্রস্তাব, গ্রেফতার অভিযুক্ত যুবতী
জানা গিয়েছে, তাঁরা বৃহস্পতিবার রাতে ভাসান দিতে চাননি। অভিযোগ, এরপরই পুজো উদ্যোক্তাদের উপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় অমল, ছোটন, পোনা ও তাঁদের দলবল। কথা কাটাকাটি থেকে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। পরে বচসা-ই হাতাহাতি পর্যন্ত গড়ায়। সংঘর্ষের জেরে অনেকে আহত হয়।