নিজস্ব প্রতিবেদন:  লক্ষ্য বাংলা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগেই তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের নেতাদের সামনে বেঁধে দিয়েছেন ২৩ আসনের লক্ষ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আর সেই লক্ষ্যপূরণের জন্য যে কোনওরকম খামতি রাখতে চায় না গেরুয়া শিবির, তার একাধিক প্রমাণ গত কয়েকদিনে মিলেছে। বাংলায় যেমন বিজেপির হেভিওয়েট নেতারা প্রচার শুরু করেছেন, তেমনই এপ্রিলের শুরুতে দফায় দফায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ।


ফলে বোঝাই যাচ্ছে আগামী দেড়মাস বিজেপির নেতাদের বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত কার্যত দৌড়ে বেড়াতে হবে। নেতাদের সেই প্রয়াস যাতে ধাক্কা না খায়, সেই কারণে আরও এক সিদ্ধান্ত নিল বিজেপি।


আরও পড়ুন: লোকসভা ভোটের প্রচারে ৩ এপ্রিল উত্তরবঙ্গে মোদী-মমতার দ্বৈরথ


গেরুয়া শিবিরের একটি সূত্র থেকে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের প্রচারে চারটি হেলিকপ্টারের ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে থাকবে একটি চার্টাড বিমানও।


প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচন হবে সাত দফায়। পশ্চিমবঙ্গেও সাত দফাতে ভোট। প্রথম দফায় নির্বাচন ১১ এপ্রিল। তার আগে একাধিকবার রাজ্যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আরও পড়ুন: ''মুখ্যমন্ত্রী কিছুই করেননি জঙ্গলমহলের জন্য, যা করেছি আমি...'', বিস্ফোরক ভারতী ঘোষ


আগামী বুধবার, ৩ এপ্রিল তিনি প্রচারে আসছেন প্রথম। তাঁর প্রথম সভা শিলিগুড়িতে। ওই দিনই তিনি পরের সভা করবেন কলকাতার ব্রিগেডে। অন্যদিকে অমিত শাহ শনিবারই রাজ্যে একদফা প্রচার করে গিয়েছেন। আলিপুরদুয়ারে জনসভা করেছেন তিনি।