''মুখ্যমন্ত্রী কিছুই করেননি জঙ্গলমহলের জন্য, যা করেছি আমি...'', বিস্ফোরক ভারতী ঘোষ
একসময়ের 'মা' মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একাধিক অভিযোগ করতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী দিয়েছেন বঞ্চনা, বিজেপিতে যাতে না ঢুকতে পারি তার চেষ্টা করেছেন।''
নিজস্ব প্রতিবেদন: ''মুখ্যমন্ত্রী আমায় কিছু দেননি। আমিই মুখ্যমন্ত্রীকে সব দিয়েছি।'' প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী আমায় কিছু দেয়নি, আমিই মুখ্যমন্ত্রীকে দিয়েছি। জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে দিয়েছি আমি। মাওবাদীদের মূলস্রোতে ফিরিয়ে হাজার হাজার ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করে মুখ্যমন্ত্রীকে শান্তির জঙ্গলমহল দিয়েছি আমি।''
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জঙ্গলমহল সফরে এসে দাবি করেছেন, অশান্ত জঙ্গলমহলে ক্ষমতায় এসে তিনি ও তাঁর সরকার শান্তি ফিরিয়ে এনেছেন। মুখ্যমন্ত্রীর এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন ভারতী ঘোষ। আর তা কেন্দ্র করে রাজনৈতিক মহলে বেশ কিছু প্রশ্ন উঠছে। এবার কি তবে জঙ্গলমহলে শান্তি ফেরানোকে হাতিয়ার করেই ভোটের ময়দানে লড়বেন প্রাক্তন এই আইপিএস।
সব বুথে নিরাপত্তা, আপত্তি নেই রাজ্যের বাহিনীতেও, জানালেন দুবে
এদিন একসময়ের 'মা' মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একাধিক অভিযোগ করতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী দিয়েছেন বঞ্চনা, বিজেপিতে যাতে না ঢুকতে পারি তার চেষ্টা করেছেন।''
যদিও তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির পাল্টা কটাক্ষ, পুলিশ হয়ে দাদাগিরি করায় খেসারত দিতে হয়েছে ভারতী ঘোষকে। আরও দিতে হবে তাঁকে।
"মিমিকে ভোট না দিলে কেড়ে নেওয়া হবে ভোটার কার্ড"
সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রচারে যান ভারতী ঘোষ। মানস ভূঁইঞার গড় সবং -এ দাঁড়িয়ে ভারতী ঘোষের দাবি, ''মানস ভুঁইঞা হেরে গিয়েছেন তাই তিনি আর গুরুত্বপূর্ণ নন।''