নিজস্ব প্রতিবেদন : বিজেপি কর্মী খুনের অভিযোগে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। মৃতের নাম নাজিমুল করিম। বয়স ২৩ বছর। শুক্রবার রাতে বইচগাছি এলাকায় ওই বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও পুলিসের দাবি, দুই মত্ত ব্যক্তির মধ্যে মারামারির জেরেই এই ঘটনা ঘটেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, নাজিমুল করিম নামে ওই বিজেপি কর্মী শুক্রবার রাতে ডাক্তার দেখাতে যান। সেইসময় তাঁর উপর হামলার ঘটনা ঘটে। তাঁকে ধরে বেধড়ক মারধর করা হয়। পরে রাতে আর জি করে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও পুলিসের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। দুই মদ্যপের মারামারির জেরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


আরও পড়ুন, থমথমে ভাটপাড়ায় আজ আলুওয়ালিয়ার নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল, অশান্তি এড়াতে মোতায়েন পুলিস-র‍্যাফ


এদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ ঘটনাস্থলে যেতে পারেন সাংসদ অর্জুন সিং। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, আগে নাজিমুল করিম সিপিআইএম কর্মী ছিলেন। পরে এই ভোটের আগে দিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। তাঁর আসল নাম আকবর আলি মণ্ডল বলে শোনা যাচ্ছে।