নিজস্ব প্রতিবেদন: ট্যাংরায় বিজেপি সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। মঙ্গলবার সন্ধের দিকে ট্যাংরার মথুরবাবু লেন এলাকায় কম্বল বিতরণ করছিলেন বিজেপি সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন বাপি দে নামের ওই ব্যক্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'দলের কেউ খোঁজ নেয় না,' ডিএসডিএ-র পদ খুইয়ে ঘনিষ্ঠমহলে ক্ষোভ Sisir-র


অভিযোগ, বিজেপির সমর্থক হওয়ার কারণে বাড়ি ঢুকে ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা চালায় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। স্ত্রী, দুই সন্তান এবং শাশুড়িকেও মারধরের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, প্রায় ৩০- ৪০ জন দুষ্কৃতি বাঁশ, রড দিয়ে রাস্তায় হামলা শুরু করে। ঘটনায় ট্যাংরা থানার ওসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি কর্মীরা। প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখানোর কথা বিজেপির তরফে জানানো হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকায় উত্তেজনা রয়েছে।