'দলের কেউ খোঁজ নেয় না,' ডিএসডিএ-র পদ খুইয়ে ঘনিষ্ঠমহলে ক্ষোভ Sisir-র
অধিকারী পরিবারের বিরুদ্ধ শিবিরের লোক বলেই জেলায় পরিচিত অখিল গিরি।
নিজস্ব প্রতিবেদন: কাঁথি পুরসভা থেকে সৌম্যেন্দুকে সরানোর পর এবার শিশির অধিকারী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে তাঁকে সরিয়ে আনা হয়েছে রামনগরের বিধায়ক অখিল গিরিকে। এনিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি শিশির অধিকারী। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,' আমি কিছুই জানি না। আমাকে জানান হয়নি।' সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে শিশির অধিকারী (Sisir Adhikari) ক্ষোভপ্রকাশ করেছেন,'দলের কেউ খোঁজ নেয় না।'
গত মাসে কাঁথিতে সভা করেন সৌগত রায় (Sougata Roy) ও ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে শরীর ভাল নেই জানিয়ে সভায় ছিলেন না শিশির অধিকারী (Sisir Adhikari)। উপস্থিত ছিলেন না অধিকারী পরিবারের কেউই। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দল থেকে বেরিয়ে যাওয়ার পরই অধিকারী পরিবারে সঙ্গে তৃণমূলের সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। তারপর এ দিন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শিশিরকে। এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া না দিলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দুর পিতা। তাঁর কথায়,'আমার কাছে কোনও সরকারি কাগজ আসেনি। আমার কোনও অ্যাকশনও নেই। রিঅ্যাকশন নেই। অখিলবাবুকে করেছে, তাতে অসুবিধা কোথায়। এটা পৈতৃক সম্পত্তি নয়।' তবে ঘনিষ্ঠমহলে ক্ষোভপ্রকাশ করেছেন শিশির অধিকারী (Sisir Adhikari)। বলেছেন,'দলের কেউ খোঁজ নেয় না।'
অধিকারী পরিবারের বিরুদ্ধ শিবিরের লোক বলেই জেলায় পরিচিত অখিল গিরি। Zee ২৪ ঘণ্টাকে তিনি জানিয়েছেন,শিশিরবাবু (Sisir Adhikari) থাকতে চাইলে নিশ্চই থাকবেন, উনি অসুস্থ বলেই সম্ভবত এই সিদ্ধান্ত, আর কোনও কারণ নেই। মুকুল রায় বলেন,'শিশিরদা প্রবীণ মানুষ। দীর্ঘদিন সাংসদ ছিলেন। জীবনের শেষলগ্নে এসে এটা না হলেই বোধহয় ভালো হত।' তাঁর সঙ্গে কথা হবে বলেও জানিয়েছেন মুকুল।
আরও পড়ুন- হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও কি এবার পদ্ম ফুটবে? জল্পনা বাড়ালেন মুখ্যমন্ত্রীর ভাই