নিজস্ব প্রতিবেদন: নাতিকে নিয়ে বেঁধে রাখা গরু আনতে গিয়েছিলেন পূর্ণিমা গায়েন। সেই সময়ে হঠাত্ই কাছের ঝোপের মধ্যে একটি পুঁটলি নজরে আসে তাঁর। কৌতূহলের বশে পা দিয়ে পুঁটলি নাড়তেই ভয়ঙ্কর শব্দসহ বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন ওই মহিলা ও তাঁর নাতি ও আরও এক শিশু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগ্রা ২ নম্বর ব্লকের সর্বোদয় গ্রাম পঞ্চায়েত এলাকার মিশন মোড় এলাকায়। শনিবার সকালে রাস্তার পাশে ঝোপের ভেতর লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পর পর তিনটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। দুই শিশু ও মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় গ্রামবাসীরা।


আরও পড়ুন: পুরভোটের প্রস্তুতি শুরু, নবান্নে মন্ত্রী ও আমলাদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এগ্রা থানার পুলিস। কে বা কারা ঝোপের মধ্যে বোমা রেখে গেল, তাই নিয়ে  তদন্তে নেমেছে পুলিস। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা রাস্তার ধারে ঝোপে এভাবে বোমা রেখে গেল, তাই নিয়ে ঘনাচ্ছে রহস্য।